Home> দেশ
Advertisement

এবার অনলাইনে গঙ্গাজলও পাবেন!

অনলাইনে কী কী পাওয়া যায়? উত্তর আসবে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ! সত্যিই তাই। অনলাইনে ঘুঁটে, গোবর, গোরুর চনার পর এবার গঙ্গাজল। বাড়িতে পুজো থাকলে তাই আর চিন্তা নেই। অনলাইনেই মিলবে গঙ্গাজল।

এবার অনলাইনে গঙ্গাজলও পাবেন!

ওয়েব ডেস্ক : অনলাইনে কী কী পাওয়া যায়? উত্তর আসবে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ! সত্যিই তাই। অনলাইনে ঘুঁটে, গোবর, গোরুর চনার পর এবার গঙ্গাজল। বাড়িতে পুজো থাকলে তাই আর চিন্তা নেই। অনলাইনেই মিলবে গঙ্গাজল।

www.epostoffice.gov.in। এই ওয়েবসাইটে লগ-অন করে অর্ডার দিলেই গঙ্গাজল আপনার দরজায় এসে হাজির হবে। গঙ্গাজল আনতে এরপর থেকে তাই আর হরিদ্বার, ঋষিকেশ বা গঙ্গোত্রী যাওয়ার দরকার পড়বে না।

দেশের সব পোস্ট অফিসে খুব অল্প দামেই পাওয়া যাবে গঙ্গার পবিত্র জল। আর কেউ চাইলে পোস্ট অফিস থেকেই তাঁর বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসা হবে সেই গঙ্গাজল। সোমবার এই পরিষেবার শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও মনোজ সিনহা। আর শুরুতেই কলকাতায় মিনিটের মধ্যে স্টক শেষ!

fallbacks

একজরে দেখে নিন 'অনলাইন' গঙ্গাজলের দাম-

ঋষিকেশের গঙ্গাজল ২০০ মিলিলিটার ১৫ টাকা, ৫০০ মিলিলিটার ২২ টাকা।

গঙ্গোত্রীর গঙ্গাজল ২০০ মিলিলিটার ২৫ টাকা, ৫০০ মিলিলিটার ৩৫ টাকা।

Read More