Home> দেশ
Advertisement

Hoshi Takayuki: জাপানের 'বিজনেস টাইকুন' হোশি তাকায়ুকি থেকে ভারতের শিবসাধক 'বালা কুম্ভ গুরুমুনি'! আশ্চর্য অলৌকিক আধ্যাত্মিক যাত্রা...

Hoshi Takayuki Becomes Bala Kumbha Gurumuni: শ্রাবণ মাসের কাঁওয়ারযাত্রায় এক জাপানি সাধু? ভারতীয় হিন্দু সন্ন্যাসী জাপানি হন কী করে? ত-ও আবার তিনি শ্রাবণমাস পালন করছেন? কীভাবে সম্ভব?

Hoshi Takayuki: জাপানের 'বিজনেস টাইকুন' হোশি তাকায়ুকি থেকে ভারতের শিবসাধক 'বালা কুম্ভ গুরুমুনি'! আশ্চর্য অলৌকিক আধ্যাত্মিক যাত্রা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রাবণ মাসের কাঁওয়ারযাত্রায় (Kanwar Yatra) জাপানি সাধু? ভারতীয় হিন্দু সন্ন্যাসী জাপানি হন কী করে? শুধু তাই-ই নয়, তিনি শিবের মাথায় ঢালবেন বলে গঙ্গাবারিও বহন করছেন (carrying sacred Ganga water for Lord Shiva)! হ্যাঁ, সেরকমই ঘটেছে। কিন্তু একজন বিদেশি সাধু কীভাবে শ্রাবণমাস পালন করছেন! কী তাঁর পরিচয়? তিনি টোকিওর এক সফল ব্যবসায়ী। হোশি তাকায়ুকি। ইনি নিজেকে তাঁর পূর্বজন্মে উত্তরাখণ্ডে দেখতে পেয়েছেন! আশ্চর্য নয়? আরও আশ্চর্য আছে। কীভাবে তিনি মহাদেবের মধ্যে শান্তি খুঁজে পেলেন, সে-ও এক অসাধারণ গল্প!

আরও পড়ুন: Two Deadly Storms: এবার মহাসাগরের বুকে চোখ পাকাচ্ছে ভয়াল দুই ঘূর্ণিদানব! কবে, কোথায়, কখন আছড়ে পড়বে এই জোড়া দুর্যোগ?

জীবনের গভীর অর্থ 

হোশি তাকায়ুকি, জাপানের অন্যতম সফল রিয়েল এস্টেট ম্যাগনেট, বিজনেস টাইকুন। বিস্ময়কর এক আধ্যাত্মিক যাত্রার মধ্য দিয়ে গিয়েছেন তিনি। তিনি শুধু এক ব্যবসায়ীই নন, এর পাশাপাশি তিনি একজন শিল্পী, একজন উদ্ভাবকও! এখন তিনি সব ছেড়ে দিয়ে জীবনের গভীর অর্থ অনুসন্ধান করছেন।

জাতিস্মর

তাঁর এই যাত্রা শুরু হয়েছিল বিশেষ এক অনুভূতির মধ্য দিয়ে। তিনি যেখানে  বারবার নিজেকে ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ের কোলের মধ্যে দেখতে পাচ্ছিলেন। তিনি কি জাতিস্মর? তা স্পষ্ট না হলেও তাঁর এই কাহিনি জাতিস্মরের মতোই। তাঁর অভিজ্ঞতা এতই তীব্র ছিল যে, তিনি এই অনুভূতির উৎস খুঁজতেই ভারতে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

fallbacks

ভারতে এসে

ভারতে এসে হোশি তাকায়ুকি বিভিন্ন মন্দির এবং পবিত্র স্থান পরিদর্শন করেন। তবে তাঁর মন খুঁজছিল কোনও এক গভীর সংযোগ। অবশেষে, তিনি ভগবান শিবের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেন। শিবের নটরাজের রূপ, তাঁর নাম-রূপ ও অস্তিত্বের সঙ্গে মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি এবং লয়ের এই অনুষঙ্গ, তাঁর এই প্রতীক-মাহাত্ম্য-- এসবই তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন: Earthquake Strikes Kamchatka: ফের দুলে উঠল কামচাটকা! বুধের বিপর্যয়ের পরে বৃহস্পতির ভোরেও রাশিয়ার উপকূলে ভয়াল ছোবল...

আধ্যাত্মিক পথিক

এখন ধীরে ধীরে হোশি তাকায়ুকি ওরফে বালা কুম্ভ গুরুমুনি বিশ্বাস করেন,  শিবের মহাজাগতিক নৃত্য কেবল একটি শারীরিক প্রকাশ নয়, এটি অস্তিত্বের গভীর সত্যকেও নির্দেশ করে। তিনি শিবের মধ্যে নিজের পূর্বজন্মের একটি সূত্র খুঁজে পান এবং অনুভব করেন, তাঁর বর্তমান জীবনের উদ্দেশ্য হল এই আধ্যাত্মিক সত্যকে আবিষ্কার করা এবং সেটা তাঁর চারপাশের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। এসবের পাশাপাসি তিনি একজন আধ্যাত্মিক পথিকও বটে। তিনি প্রাচীন ভারতীয় জ্ঞান এবং আধুনিক বিশ্বের মধ্যে সেতু রচনার চেষ্টা করছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More