Home> দেশ
Advertisement

নিজের স্বার্থে গিলানি কখনও ভারতীয়, কখনও পাকিস্তানি! (ভিডিও প্রমাণ)

আপনি কি মনে করেন কাশ্মীর অবিচ্ছেদ্য ভারতের অঙ্গ? আপনি কি তাদের ঘৃণা করেন, যাঁরা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতবিরোধী স্লোগান দেন? যদি এই প্রশ্নগুলির উত্তর 'হ্যাঁ' হয়, তবে এই ভিডিওটি আপনাকে দেখতেই হচ্ছে।

নিজের স্বার্থে গিলানি কখনও ভারতীয়, কখনও পাকিস্তানি! (ভিডিও প্রমাণ)

ওয়েব ডেস্ক : আপনি কি মনে করেন কাশ্মীর অবিচ্ছেদ্য ভারতের অঙ্গ? আপনি কি তাদের ঘৃণা করেন, যাঁরা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতবিরোধী স্লোগান দেন? যদি এই প্রশ্নগুলির উত্তর 'হ্যাঁ' হয়, তবে এই ভিডিওটি আপনাকে দেখতেই হচ্ছে।

কখনও নিজেকে ভারতীয় বলে দাবি। আবার কখনও নিজেকে পাকিস্তানি বলে দাবি। যখন যেটায় সুবিধা। যখন যেটায় নিজের স্বার্থসিদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি। সময় বুঝে, মওকা বুঝে ঠিক সেভাবেই নিজেকে কাশ্মীরি জনতার কাছে তুলে ধরেন সইদ আলি শাহ গিলানি!

সম্প্রতি এক ভিডিও ফুটেজে সামনে এসেছে এই তথ্য। যা দেখলে রীতিমত তাজ্জব হতে হয়। দেখুন সেই ফুটেজটি,

Read More