শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ওড়িশায় বালেশ্বরের কাছে লাইনচ্যুত শালিমার- চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস! কোনওমতে রক্ষা পেয়েছে ৩ বগি! আহত বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনা ঘটেছে পানপানা-বাহানগা স্টেশনের মাঝে। বালেশ্বরের পথে রাজ্যের প্রতিনিধি দল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ৬০ অ্যাম্বুল্যান্স। হাওড়া থেকে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন।বিপাকে যাত্রীরা।
আরও পড়ুন, Coromandel Express derailed: করমণ্ডল এক্সপ্রসে দুর্ঘটনার জের, কত ট্রেন বাতিল করা হল?
সকাল ১১.৫৮: ঘটনাস্থলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল ১০.০০: দুটি রেল জোন মিলিয়ে এখনও পর্যন্ত বাতিল ৪৮ ট্রেন। গতিপথ বদল ৩৯ ট্রেনের। যাত্রা সংক্ষেপ ১০ ট্রেনের।
সকাল ৯.০০: বালেশ্বেরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ আকাশপথে যাবেন হেলিকপ্টারে।
সকাল ৭.৪০: ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনাস্থল পরিদর্শনে এলেন তিনি। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের টিমও।
সকাল ৬.৩০: দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে এ রাজ্যের বহু যাত্রী। মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলার বাসিন্দা ছিলেন ট্রেনে। বাড়িতে উদ্বিগ্ন পরিজনরা।
সকাল ৬.২০: ওড়িশায় গেলেন রাজ্যের প্রতিনিধিরা। দুর্ঘটনাস্থলে দোলা সেন, মানস ভুঁইঞা। গেলেন সুকান্ত মজুমদার। হাসপাতালে কথা আহতদের সঙ্গে।
সকাল ৬.১০: শতাব্দীর ভয়াবহ রেল দুর্ঘটনা। স্কুল ঘরে লাশের স্তূপ। ঘটনাস্থল থেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে দেহ। মর্মান্তিক ছবি দেখে শিউরে উঠছে দেশ। ঘটনাস্থলের উদ্দেশে রেলমন্ত্রী। যাচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রীও।
সকাল ৬.০০: কামরার নীচে চাপা পড়ে দেহ। এখনও অনেকে আটকে থাকার আশঙ্কা। উদ্ধারকাজে এনডিআরএফ, SDRF। নামানো হয়েছে বায়ুসেনাও। গ্যাস কাটার দিয়ে যাত্রীদের বাঁচানোর মরিয়া চেষ্টা।
সকাল ৫.৫০: দেশলাইয়ের খোলের মত লন্ডভন্ড কামরা। লাইনচ্যুত তিনটি ট্রেন। করমন্ডল, যশবন্তপুর এক্সপ্রেসের অধিকাংশ বগি দুর্ঘটনার কবলে। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িও।
সকাল ৫.৪০: শতকের ভয়াবহ রেল বিপর্যয়। ওড়িশার বালেশ্বরে বাহানগা স্টেশনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩। আহত ৯০০।
রাত ১২.১০: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু আরও ২ লক্ষ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মোদী। ৫০ হাজার টাকা করে পাবেন আহতরা।
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased in the train mishap in Odisha. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 2, 2023
রাত ১১.৫০: কীভাবে দুর্ঘটনা? উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
The heart rending & horrific train accident at Balasore is really shocking and agonizing. The entire nation is grieving for those victims. High level probe may unearth the real cause of this fatal accident. I do deeply mourn for those hapless souls for their untimely deaths.
— Adhir Chowdhury (@adhirrcinc) June 2, 2023
রাত ১১.৪০: রাতেই কলকাতা থেকে বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
রাত ১১.৩০: বালেশ্বরে ১০ অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাত ১১.২০: দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ২০০।
রাত ১১.১০: ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী দোলা সেন ও সাংসদ দোলা সেন।
রাত ১১: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় 'ক্ষুব্ধ' রাহুল গান্ধী।
রাত ১০.৫০: মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গুরুতর আহতদের ২ লক্ষ টাকা, আর অল্প আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।
Ex-gratia compensation to the victims of this unfortunate train accident in Odisha;
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023
₹10 Lakh in case of death,
₹2 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.
রাত ১০.৪০: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Rushing to the site in Odisha. My prayers for the speedy recovery of the injured and condolences to the bereaved families.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023
Rescue teams mobilised from Bhubaneswar and Kolkata. NDRF, State govt. teams and Airforce also mobilised.
Will take all hands required for the rescue ops.
রাত ১০.৩০: একই স্টেশনে বেলাইন ৩ ট্রেন। দুটি এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেন। জানালেন ওড়িশার মুখ্যসচিব।
Odisha train accident | There have been casualties but we haven't yet counted. It was such a violent train involving three trains - two passenger trains and one goods train: Odisha Chief Secretary Pradeep Jena pic.twitter.com/jRxoEUbtxf
— ANI (@ANI) June 2, 2023
রাত ১০.২০: ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all…
— Narendra Modi (@narendramodi) June 2, 2023
The train accident at Balasore in Odisha is deeply agonizing. The NDRF team has already reached the accident site, and other teams are also rushing to join the rescue operation. My condolences to the bereaved families and praying for the speedy recovery of those injured.
— Amit Shah (@AmitShah) June 2, 2023
রাত ১০.১১: 'সত্য়িই দুঃখজনক। পরিস্থিতি খতিয়ে দেখেছি। আগামিকাল দুর্ঘটনাস্থলে যাব'। কন্ট্রোলরুম থেকে বেরিয়ে বললেন নবীন পট্টনায়েক।
Odisha train accident | I have just reviewed the situation about this truly tragic railway accident. I will be visiting the spot tomorrow morning: Odisha CM Naveen Patnaik pic.twitter.com/ig5fHOXsKH
— ANI (@ANI) June 2, 2023
রাত ১০: ভুবনেশ্বরে স্পেশাল রিলিভ কমিশনারের কন্ট্রোল রুমে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
Odisha train accident | Bhubaneswar: CM Naveen Patnaik arrives at the Special Relief Commissioner (SRC) control room to take stock of the relief operation in the aftermath of a train derailment in Balasore district. pic.twitter.com/S2ogBJOs0D
— ANI (@ANI) June 2, 2023
রাত ৯.৫৬: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা এখনও পর্যন্ত ৫০, আহত বহু।
Odisha train accident: 50 people dead, over 350 injured, say officials
— Press Trust of India (@PTI_News) June 2, 2023
রাত ৯.৫০: 'করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার খবরে মর্মাহত'। ট্যুইট করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ।
Pained to know about railway accident in Odisha involving Coromandel express and another passenger train. Thoughts and prayers are with the families of those who lost their near and dear ones. Appeal @RailMinIndia & Govt. of Odisha to rescue the passengers at the earliest.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 2, 2023
রাত ৯. ৪০ আজ, শুক্রবার রাতে শালিমার-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল। বিপাকে যাত্রীরা।
রাত ৯.২৮: কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে। ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।
Shocked to know that the Shalimar- Coromondel express, carrying passengers from West Bengal, collided with a goods train near Balasore today evening and some of our outbound people have been seriously affected/ injured. We are coordinating with Odisha government and South…
— Mamata Banerjee (@MamataOfficial) June 2, 2023
রাত ৯.২২: হাওড়া থেকে ওড়িশা ও দক্ষিণ ভারত যাওয়ার সমস্ত ট্রেন বাতিল। বাতিল আপ জগন্নাথ এক্সপ্রেস, আপ পুরী এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, চেন্নাই মেল। যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা।
রাত ৯.০৭: সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। জানালেন, 'প্রাথমিকভাবে যে খবর পাচ্ছি, অনেক লোক আহত হয়েছে। কিছু লোক প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মন্ত্রীর নির্দেশে একটি দল বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ্অ্যাম্বুল্যান্স যতটা সম্ভব, পাঠানো হচ্ছে। দুর্ঘটনা বেশ বড়সড় বলেই মনে করা হচ্ছে'।
রাত ৯.০৩: হাওড়া, খড়গপুর ও বালেশ্বর স্টেশনে খোলা হল কন্ট্রোলরুম। চালু হেল্পলাইন নম্বরও। হাওড়া হেল্পলাইন- ০৩৩-২৬৩৮২২১৭। বালেশ্বর কন্ট্রোল রুম- ৮২৪৯৫৯১৫৫৯। খড়গপুর কন্ট্রোল রুম- ৯৩৩২৩৯২৩৩৯।
Derailment of 12841 Shalimar - Chennai Coromandal Express
— South Eastern Railway (@serailwaykol) June 2, 2023
================
Howrah Help line Number : 033-26382217
Kharagpur Help line Number: 8972073925 & 9332392339
Balasore Help line Number: 8249591559 & 7978418322
Shalimar Help line Number: 9903370746
রাত ৯টা: একটি যাচ্ছিল, আর একটি আসছিল। পাশাপাশি দুটি লাইনে ছিল শালিমার-চেন্নাই করমণ্ডল ও হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। দুর্ঘটনার কবলে পড়েছে দুটি ট্রেনই। তবে, ক্ষতি পরিমাণ বেশি করমণ্ডল এক্সপ্রেসেই।
রেল সূত্রে খবর, পানপানা-বাহানগা স্টেশনের মাঝে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে মালগাড়ির। এরপর ৩ টি বগি বাদে কার্যত পুরো ট্রেনটাই লাইনচ্যুত হয়ে যায়। এখনও পর্যন্ত যা খবর, দুর্ঘটনার আহত হয়েছেন করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকজন যাত্রীরা।
আরও পড়ুন, NCERT: দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ পর্যায় সারণি! সিলেবাস 'হালকা' করে বিতর্কের মুখে NCERT