জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তাল উত্তরাখণ্ড(Uttarakhand)! স্বামী-স্ত্রীর ঝগড়ার ভাইরাল ভিডিয়োতে তোলপাড়। ৩১ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যায়, এক ব্যক্তি তার স্ত্রীকে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে রেলিংয়ের ওপর ঝুলিয়ে রেখেছে। আশেপাশের লোকজন চিৎকার করে তাকে থামাতে চেষ্টা করলেও সে কানই পাতেনি।
ভয়ংকর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। একাধিক নেটিজেন ঘটনাটিকে 'অমানবিক' বলেছে। এবং ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
Shocking: Husband hangs wife from railing, Uttarakhand
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 7, 2025
pic.twitter.com/mEJ0J6KSq0
স্ত্রীকে বারান্দা থেকে ঝুলিয়ে রেখেছে স্বামী। ভাইরাল ভিডিয়োতে স্পষ্ট দেখা যায়, স্বামী তার স্ত্রীর হাত ধরে তাকে অ্যাপার্টমেন্টের বারান্দার রেলিংয়ের বাইরে ঝুলিয়ে রেখেছে। আশপাশের মানুষজন আতঙ্কে চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করছেন, অনুরোধ করছেন স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সেই ব্যক্তি কোনও কথায় কানই দিচ্ছে না।
ভিডিয়োর শেষে দেখা যায়, নির্যাতিতাকে উদ্ধার করা হয়। তবে আশেপাশের মানুষ ঘটনা দেখে আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে পড়ে। এমনকী ভয়াবহ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটপাড়ায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু মানুষ দ্রুত ও কড়া আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। অনেকেই মনে করছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হওয়া উচিত।
একজন লেখেন, 'কেন এরকম করছে? পাগল হয়ে গেছে নাকি?' অন্য একজন লেখেন, 'এবার একে খুনের চেষ্টার মামলায় জেলে পাঠাও।'
আরও পড়ুন:Child Death: কোলশূন্য মা! বেপরোয়া ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শিশুর, হাহাকার...
উল্লেখ্য, কিছুদিন আগেই স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে চরম কাণ্ডের খবর সামনে আসে। শারীরিক সম্পর্ক লিপ্ত হওয়ার দাবি জানিয়েছিল স্বামী। সেই দাবিতে রাজি না হওয়ায় তাদের ঝগড়া শুরু হয়। বচসা চরমে উঠলে ভয়ংকর কাণ্ড ঘটায় স্বামী।
ঝগড়ার সময়, স্বামী স্ত্রীর উপর জ্বলন্ত কাগজের টুকরো ছুঁড়ে মারেন বলে অভিযোগ। তার আগে স্ত্রী রাগের বশে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে ফেলেন এবং দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। যদিও সেটা সফল হয়নি। পরে স্বামী নিজেই রান্নাঘর থেকে একটা কাগজের টুকরো জ্বালিয়ে এনে স্ত্রীর গায়ে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে মহিলা সারা শরীর আগুনে জ্বলতে শুরু করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)