Home> দেশ
Advertisement

স্ত্রীর সঙ্গে যৌনতার লাইভ স্ট্রিমিং! তারপর যা হল...

বেডরুমের মধ্যে রাখা ল্যাপটপ। ল্যাপটপে সিনেমা চলছে। এদিকে গোপনে অন করে রাখা ল্যাপটপের ক্যামেরা। তাতে চলছে রেকর্ডিং। স্ত্রীর সঙ্গে যৌনতার লাইভ স্ট্রিমিং! টাকার বিনিময়ে তারপর সেই ফুটেজ পর্ন সাইটে আপলোড করে দিত স্বামী। পুরো বিষয়টাই চলছিল স্ত্রীর অজান্তে।

স্ত্রীর সঙ্গে যৌনতার লাইভ স্ট্রিমিং! তারপর যা হল...

ওয়েব ডেস্ক : বেডরুমের মধ্যে রাখা ল্যাপটপ। ল্যাপটপে সিনেমা চলছে। এদিকে গোপনে অন করে রাখা ল্যাপটপের ক্যামেরা। তাতে চলছে রেকর্ডিং। স্ত্রীর সঙ্গে যৌনতার লাইভ স্ট্রিমিং! টাকার বিনিময়ে তারপর সেই ফুটেজ পর্ন সাইটে আপলোড করে দিত স্বামী। পুরো বিষয়টাই চলছিল স্ত্রীর অজান্তে।

স্ত্রী একটি IT ফার্মে কর্মরতা। তাঁর এক বন্ধু অনলাইনে ওই ফুটেজ দেখতে পেয়ে তাঁকে জানান। শুরু হয় তদন্ত। তখনই গোটা বিষয়টি নজরে আসে। দেখা যায়, এই 'কর্মকাণ্ডের' পিছনে রয়েছে তাঁর স্বামী-ই।  এমনকী, অভিযুক্ত স্বামী এসকর্ট সার্ভিসের সঙ্গেও যুক্ত।

অভিযোগ পেতেই বছর ৩৩-এর ওই যুবককে গ্রেফতার করেছে সাইেবরাবাদ পুলিশ। হায়দরাবাদের জিজিমেতলার বাসিন্দা ওই যুবক পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়র।

আরও পড়ুন, "রোজ মদ্যপান করলেও হেমা মালিনী কি আত্মহত্যা করছেন?", মহারাষ্ট্র বিধায়কের বিতর্কিত মন্তব্য ঘিরে শোরগোল

Read More