Home> দেশ
Advertisement

Online Ludo Game: অনলাইন জুয়ায় ৫ লাখ হারে পথে বসার জোগাড়! তেইশের তরুণ সাপ-লুডোর বিষেই হলেন নীল...

Online Ludo Game:  অনলাইন জুয়ায় বিপদ। অকালে ঝরে গেল প্রাণ। ৫ লাখ টাকা হেরে হায়দরাবাদে আত্মঘাতী যুবক।

Online Ludo Game: অনলাইন জুয়ায় ৫ লাখ হারে পথে বসার জোগাড়! তেইশের তরুণ সাপ-লুডোর বিষেই হলেন নীল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: অনলাইন লুডো গেমে হার।  ৫ লক্ষ টাকা খুইয়ে শেষে আত্মঘাতী যুবক! মামলা রুজ করে তদন্তে নেমেছে পুলিস। ঘটনাটি ঘটেছে হায়দরবাদে।

আরও পড়ুন:  Police-sand mafia nexus: 'ঘুষের বিনিময়ে অফিসার-বালি মাফিয়া আঁতাত! আমাকে ট্রাক্টর চাপা দিয়ে মা*রবে', শেষ ভিডিয়োয় বিস্ফোরক অভিযোগ পুলিসকর্মীর... তারপর কোয়ার্টারেই...

পুলিস সূত্রে খবর, , মৃত যুবকের নাম পবন। হায়দ্রাবাদের মাধাপুরের বাসিন্দা ছিলেন তিনি। কয়েক মাস ধরেই অনলাইনে লুডো গেমে রীতিমতো আসক্ত হয়ে পড়েছিলেন পবন। নেশা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে, জুয়া খেলে রোজগারের চেষ্টা করছিলেন। কিন্তু রোজগার তো হলই না, উল্টে অনলাইন লুডো গেমে ৫ লক্ষ টাকা হেরে গেলেন ওই যুবক। বিপুল টাকা হারানোর পর গ্রাস করল মানসিক অবসাদ।

গতকাল, মঙ্গলবার নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পবন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। কিন্তু শেষরক্ষা হল না।  হাসপাতালে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অনলাইন গেমে টাকা হারিয়ে আত্মহত্য়া করেছেন তিনি। 

দ্রুত রোজগারের আশায় অখন এই অনলাইন লুডোর গেমে দিকে ঝুঁকছেন অনেকেই। ফলে বিপদও বাড়ছে। ঠিক যেমন ঘটল হায়দরাবাদের পবনের ক্ষেত্রে।  বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় , অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোর উপর নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি,  ঝুঁকির বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

আরও পড়ুন:  Himachal Cloudburst: আতঙ্কের হিমাচল! ধুয়ে-মুছে গিয়েছে কুলু থেকে কাংড়া! কেন এবারের বর্ষায় হাড়হিম অবস্থা হিমাচলে? যা জানা যাচ্ছে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More