Home> দেশ
Advertisement

Hyderabad Shocker: স্কুলের ফেয়ারওয়েল পার্টি থেকে ফিরতে দেরি, বাড়ি ঢুকতেই ১৫ বছরের ছেলেকে মেরে ফেলল বাবা!

ছেলেকে খুনের ঘটনায় ভানুর মা-ই তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন। 

Hyderabad Shocker: স্কুলের ফেয়ারওয়েল পার্টি থেকে ফিরতে দেরি, বাড়ি ঢুকতেই ১৫ বছরের ছেলেকে মেরে ফেলল বাবা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুল ফেয়ারওয়েল পার্টি থেকে বাড়িতে ফিরতে দেরি! আর সেই 'অপরাধে' ১৫ বছরের ছেলেকে মেরে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে। মৃতের নাম ভানু। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। 

অভিযোগ, ওই নাবালকের বাবা সাইদুলু মদ্যপ অবস্থায় ছিল। ছেলে বাড়িতে দেরি করে ফেরায়, ঢোকামাত্র তাকে বেধড়ক মারধর করতে শুরু করে সাইদুলু। তাতেই সংজ্ঞা হারায় ১৫ বছরের ছেলে ভানু। পরিবারের অন্যরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে ছোটেন। সেখানেই চিকিৎসকরা ভানুকে মৃত বলে ঘোষণা করে। 

এই ঘটনায় অভিযুক্ত বাবা সাইদুলুর বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিস। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার চৌতুপ্পল এলাকায়। নবম শ্রেণির পড়ুয়া ভানু স্কুলের ফেয়ারওয়েল পার্টিতে গিয়েছিল। যখন সে বাড়িতে ফেরে, তখন তার বাবা সাইদুলু মদ্যপ অবস্থায় ছিল। ছেলেকে খুনের ঘটনায় ভানুর মা-ই তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন। 

আরও পড়ুন, Hyderabad tycoon stabbed: ৪ কোটিতেও খুশি নয়! সম্পত্তি বিবাদে বিখ্যাত শিল্পপতিকে ৭০ বার কুপিয়ে খুন নাতির...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More