Home> দেশ
Advertisement

Pahalgam Terror | Christian man died: শুধু হিন্দু নয়, কলমা পড়তে না পারায় জঙ্গি-গুলিতে নিহত খ্রিস্টান এলআইসি ম্যানেজার...

Pahalgam Terror Attack: ঘটনার দিন সন্ত্রাসবাদীরা প্রথমে সুশীলকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং তারপর তাকে ইসলামিক প্রার্থনা অর্থাত্‍ কালমা পড়তে বলে। যখন সুশীল জানায় যে সে একজন খ্রিস্টান, তখন তারা সুশীলকে একাধিকবার গুলি করে।

Pahalgam Terror | Christian man died: শুধু হিন্দু নয়, কলমা পড়তে না পারায় জঙ্গি-গুলিতে নিহত খ্রিস্টান এলআইসি ম্যানেজার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসীদের গুলিতে নিহত মধ্যপ্রদেশের জোবাতের বাসিন্দা এবং আলিরাজপুর জেলার এলআইসি অফিসের শাখার খ্রিস্টান ম্যামেজার

সুশীল নাথানিয়েল। তিনি তাঁর স্ত্রী জেনিফারের জন্মদিন উদযাপন করতে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণ করেছিলেন। দুঃখের বিষয়, মঙ্গলবার পহেলগামে বিকেলে সন্ত্রাসবাদীরা একদল পর্যটকের উপর গুলি চালালে তিনি প্রাণ হারান।

নাথানিয়েল পরিবারের এই ভ্রমণ মুহুর্তে দুঃস্বপ্নে পরিণত হয়। হামলার সময় সুশীল, তাঁর স্ত্রী জেনিফার, ছেলে অস্টিন এবং মেয়ে আকাঙ্ক্ষার সঙ্গে ছিলেন। এই ঘটনা পুরো পরিবারকে সম্পুর্ণ ভেঙে দিয়েছে।

ঘটনার দিন সন্ত্রাসবাদীরা প্রথমে সুশীলকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং তারপর তাকে ইসলামিক প্রার্থনা অর্থাত্‍ কালমা পড়তে বলে। যখন সুশীল জানায় যে সে একজন খ্রিস্টান, তখন তারা সুশীলকে একাধিকবার গুলি করে।

.আরও পড়ুন: Pahalgam Terror Attack | Bengaluru man died: 'মুসলিম হলে ছেড়ে দিতাম...', ' পেশায় ইঞ্জিনয়ার ভরতকে তিন মিনিটে ৪২ গুলি জঙ্গিদের...

সুশীল আগে তাঁর স্ত্রীকে রক্ষা করার জন্য লুকিয়ে রেখেছিল এবং তারপর আক্রমণকারীদের সামনে একা দাঁড়িয়েছিল। তাঁর পরিবারের সদস্যরা এটা অসীম সাহসিকতার একটি কাজ বলেই মনে করছে।

জেনিফার বলেন যে 'তিনজন ভারী অস্ত্রধারী তরুণ সন্ত্রাসী আমার স্বামীকে কলমা পড়তে বলে। তিনি খ্রিস্টান বলে কলমা পড়তে জানতেন না। এই কথা শোনামাত্রই সন্ত্রাসীরা তাকে গুলি করে। আমার স্বামী আমার জীবন বাঁচাতে তার নিজের বুকে গুলি নেন'

'আমি তাকে বাড়ি ফিরিয়ে আনতে পারিনি,' বিধ্বস্ত জেনিফার কান্নায় ভেঙে পড়ে বললেন। 

.আরও পড়ুন: সব মরণ নয় সমান! জঙ্গিদের উপর ঝাঁপিয়ে বন্দুক কেড়ে নিয়ে শহিদ... বীর ঘোড়াওলা আদিল...

সুশীলের মৃত্যুর খবরে তার আত্মীয়স্বজনরা গভীর শোকে ডুবে গেছেন। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে নির্মূল করার দাবি জানাচ্ছেন। সুশীলের মৃত্যু কেবল তার পরিবারকেই নয়, পুরো আলিরাজপুর শহরকেও নাড়া দিয়েছে। তিনি একজন সম্মানিত এলআইসি অফিসার ছিলেন।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More