Home> দেশ
Advertisement

Rakhi Death: 'আমি আর তোমায় রাখি বাঁধতে পারব না,' ভাইকে লেখা দিদির শেষ চিঠি! বিয়ের ৬ মাসেই তরুণী প্রফেসর...

Hyderabad Shocker: মর্মান্তিক সেই চিরকুটে লেখা, "ছোটো ভাই, আমি হয়তো এবার আর তোমাকে রাখি বাঁধতে পারব না।" ওই তরুণী নিজে কলেজের একজন প্রফেসর। 

Rakhi Death: 'আমি আর তোমায় রাখি বাঁধতে পারব না,' ভাইকে লেখা দিদির শেষ চিঠি! বিয়ের ৬ মাসেই তরুণী প্রফেসর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাখির মাত্র হাতে গুনে আর দুদিন বাকি। কিন্তু তার আগেই এল চরম দুঃসংবাদ। বোনের মৃত্যুসংবাদ! রাখি যে সামনে তা মনে ছিল বোনেরও। তাই আত্মঘাতী হওয়ার আগে ভাইয়ের জন্য একটা নোটও রেখে গিয়েছে বোন। তাতে লেখা, 'এবার আর রাখি বাঁধা হবে না। আমি তোমাকে আর রাখি বাঁধতে পারব না।'

হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায়। বিয়ের মাত্র ৬ মাসের মাথাতেই আত্মঘাতী হন ২৪ বছর বয়সী এক যুবতী। আত্মঘাতী হওয়ার আগে ভাইকে উদ্দেশ করে লেখেন একটি চিঠি রেখে গেছেন ওই তরুণী। মর্মান্তিক সেই চিরকুটে লেখা, "ছোটো ভাই, আমি হয়তো এবার আর তোমাকে রাখি বাঁধতে পারব না।"

শ্রীবিদ্যা নামে ওই তরুণী নিজে কলেজের একজন প্রফেসর। মাস ছয়েক আগে বিয়ে হয় গ্রামের জরিপ কর্মী রামবাবুর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের মাত্র এক মাসের মাথাতেই শুরু হয় টানাপোড়েন। সম্পর্কের অবনতি। সঙ্গে শারীরিক অত্যাচার। সুইসাইড নোটে নৃশংস নির্যাতনের বর্ণনা দিয়েছেন শ্রীবিদ্যা। তিনি লিখেছেন, রামবাবু মাতাল অবস্থায় বাড়ি ফিরতেন। তাঁকে শারীরিক নির্যাতন করতেন। গালিগালাজ করতেন।

শ্রীবিদ্যা আরও লিখেছেন, রামবাবু কথায় কথায় তাঁকে উপহাস করতেন। অন্য মহিলার সামনে তাঁকে 'অকেজো, অযোগ্য' বলতেন। এমনকি বিছানায় মাথা ঠুকে দেন। পিঠে ঘুষি মারেন। নানাভাবে শারীরিক যন্ত্রণা দিতেন। এই অসহনীয় যন্ত্রণার জেরেই বিয়ের মাত্র ৬ মাসে চরম পদক্ষেপ নেন শ্রীবিদ্যা। ইতিমধ্য়েই এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে শ্রীবিদ্যার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, West Bengal Assembly Election 2026: ছাব্বিশের আগেই বিজেপিতে জোরদার 'মুষল পর্ব'! বেকায়দায় গেরুয়া শিবির... 'বড়সড়' ভাঙন?

আরও পড়ুন, ASI son hires Supari killer: সুপারি কি*লার থেকে জেল পালানো যুবতী! ভাইয়ের হাতে বাবার খু*নের বদলা নিতে ASI ছেলে ঘটালেন মারাত্মক কাণ্ড...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More