Home> দেশ
Advertisement

India Pakistan War: মঙ্গল ভুলে আপাতত ফাইটার জেট চালান! গগনযান মহাকাশযাত্রীকে তড়িঘড়ি ডাক বায়ুসেনার!


IAF Recalls Gaganyaan Astronaut Ajit Krishnan: গগনযান মিশনে মনোনীত বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন। তাঁকে এবার তড়িঘড়ি ডেকে নিল বায়ুসেনার

India Pakistan War: মঙ্গল ভুলে আপাতত ফাইটার জেট চালান! গগনযান মহাকাশযাত্রীকে তড়িঘড়ি ডাক বায়ুসেনার!

Operation Sindoor Day 2: চলছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই বিরাট সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনার (IAF)। ভারতের গগনযান মিশনের (Gaganyaan Mission) জন্য মনোনীত চার মহাকাশচারীর একজন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন (Ajit Krishnan)। তাঁকে ভারত-পাক (India Pakistan War) যুদ্ধের আবহে, তড়িঘড়ি ফাইটার জেট চালানোর জন্য ডেকে নিল বায়ুসেনা। 

আরও পড়ুন: বিদেশসচিবকে চেনেন? ছিলেন বিজ্ঞাপন-চলচ্চিত্র নির্মাণেও! রইল কাশ্মীরি পণ্ডিতের CV

কৃষ্ণণ একটি আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে যোগ দেওয়ার জন্য দিল্লিতেই ছিলেন এবং মূলত শুক্রবার পর্যন্ত তাঁর রাজধানীতে থাকার কথা ছিল। তবে, জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণেই তাঁকে দ্রুত বায়ুসেনায় ফিরতে হচ্ছে। কৃষ্ণন এক অনলাইন নিউজ পোর্টালে জানিয়েছেন, 'বর্তমান পরিস্থিতির কারণে আমাকে আইএএফ ডেকেছে।'কৃষ্ণান আরও বলেন যে, বৃহস্পতিবার ভোরে তিনি দিল্লি ছাড়বেন এবং তাঁর টিমের সঙ্গে যোগ দেবেন। কৃষ্ণান এবং তাঁর সহকর্মী অঙ্গদ প্রতাপ ভারতের গগনযান মিশনের জন্য প্রশিক্ষণরত চার ভারতীয় বায়ুসেনার কর্মকর্তার মধ্যে রয়েছেন। ২০২৭ সালে গগনযান মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেবেন। ইতিমধ্যে, মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং প্রশান্ত বি নায়ার ২৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণের জন্য নির্ধারিত অ্যাক্সিয়ম-৪ মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
 
২০০৩ সালে বায়ুসেনায় যোগ দেন কৃষ্ণন। গ্রুপ ক্যাপ্টেন পদাধিকারী সে। প্রায় ২,৯০০ ঘন্টা ওড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন ফ্লাইং প্রশিক্ষক এবং পরীক্ষামূলক পাইলট। তাঁর অভিজ্ঞতা Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Dornier এবং An-32 এর মতো বিমান চালিয়েছেন। গগনযান মিশনের লক্ষ্য তিনজন মহাকাশচারীর এক দলকে পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে, নিম্ন পৃথিবীর কক্ষপথে তিন দিনের অভিযানের জন্য পাঠানো, তারপর তাদের নিরাপদে ফিরিয়ে আনা। কৃষ্ণন জানিয়েছেন ক্রু মিশনের জন্য তাঁর প্রশিক্ষণ সম্ভবত মিশন শুরু না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। কৃষ্ণন আরও বলেছেন যে, মস্কোতে তাঁর প্রথম দফার প্রশিক্ষণ থেকে ফিরে আসার পর, মহাকাশচারীরা ভবিষ্যতের মানব মহাকাশযানের জন্য বেঙ্গালুরুতে একটি মহাকাশচারী প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সঙ্গে কাজ শুরু করেছেন। কৃষ্ণন বলেছেন, 'মস্কো থেকে প্রাপ্ত প্রশিক্ষণের পরে আমরা ইসরোকে সাহায্য করতে সক্ষম হয়েছি'। কৃষ্ণনের বিপরীতে, প্রতাপ শুক্রবার কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত দিল্লিতে থাকবেন।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরে অভিষেক আত্মঘাতী ড্রোনের! ভারতে তৈরি 'কামিকাজি'র চমকানো কর্মক্ষমতা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More