Home> দেশ
Advertisement

Video: পরিচ্ছন্নতার বালাই নেই! প্রথমদিন জয়েন করেই কান ধরে ওঠ-বোস করলেন IAS অফিসার...

Uttar Pradesh: তবে, ঘটনাটি পরিষ্কারভাবে দেখিয়ে দিল, খোলামেলা প্রস্রাব, অযৌক্তিক জাত-অজুহাত, এবং অপরিচ্ছন্নতার বিরুদ্ধে প্রশাসনিক শক্ত অবস্থান নিতে প্রস্তুত নতুন SDM।

Video: পরিচ্ছন্নতার বালাই নেই! প্রথমদিন জয়েন করেই কান ধরে ওঠ-বোস করলেন IAS অফিসার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম দিনেই নজিরবিহীন পদক্ষেপ! পরিচ্ছন্নতার অভাবে অফিসেই ওঠ বোস করলেন IAS অফিসার। উত্তর প্রদেশের শাহজাহানপুরে সদ্য নিযুক্ত এক প্রশিক্ষণপ্রাপ্ত IAS অফিসারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অফিসার নিজেই কানে ধরে জনসমক্ষে ওঠ বোস করছেন। ওই অফিসারের নাম রিংকু সিং, যিনি তাঁর প্রথম কাজের দিনেই সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) হিসেবে এই ব্যতিক্রমী পদক্ষেপ নেন। 

আরও পড়ুন, Operation Mahadev: পালানোর সুড়ঙ্গ-ই ফাঁদ হল জঙ্গিদের! প্রকৃতির রোষে জলে আটকে পড়াতেই কুকুরের মতো মারল সেনা

কারণ অপরিচ্ছন্নতা দেখে হতবাক অফিসার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের একটি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া এই IAS অফিসার তাঁর নতুন অফিসে প্রবেশ করেই হতবাক হয়ে যান। চারদিকে ধুলো, জমে থাকা আবর্জনা ও অপরিষ্কার টয়লেট—সব মিলিয়ে পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অব্যবস্থাপূর্ণ। নিজেই শাস্তি স্বরূপ শুরু করলেন ওঠ-বোস। কোনও কর্মচারীকে দোষ না দিয়ে, তিনি নিজেই সকলের সামনে এমন কীর্তি করেন।

শাহজাহানপুর জেলার পউয়ান তহসিলের নতুন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) রিংকু সিং দায়িত্ব নেওয়ার দিনই দেখালেন প্রশাসনিক তৎপরতা। মঙ্গলবার দায়িত্বভার গ্রহণের পর তিনি এলাকায় পরিদর্শনে বেরিয়ে পড়েন। সেই সময় এক ব্যস্ত রাস্তার পাশে একটি পাবলিক টয়লেটের লাগোয়া জায়গায় কয়েকজনকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখেন। অবাক হয়ে তিনি জানতে চান, কেন পাবলিক টয়লেট থাকা সত্ত্বেও তাঁরা বাইরে প্রস্রাব করছেন। উত্তরে এক ব্যক্তি, যিনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন, জানান — তিনি একজন ব্রাহ্মণ, তাই নোংরা পাবলিক টয়লেট ব্যবহার করতে পারেন না। তাই বাধ্য হয়ে বাইরে প্রস্রাব করেন।

এই যুক্তি শুনে SDM রিংকু সিং প্রকাশ্যে তাঁদের সবার সঙ্গেই জায়গায় দাঁড় করিয়ে ওঠবস করান। উদ্দেশ্য একটাই — সমাজের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করা যে, নিয়ম ভাঙলে সামাজিক সম্মানহানির দায় বহন করতে হয়। এই ঘটনার ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ ও প্রশাসনিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ নবনিযুক্ত অফিসারের তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করেছেন, আবার কেউ জাত-পাতের প্রসঙ্গ টেনে তাঁর পদক্ষেপকে ‘অতি উৎসাহী’ বলেও সমালোচনা করেছেন। 

ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই শহরের অসচেতন নাগরিকদের প্রকাশ্যে প্রস্রাব করার জন্য শাস্তি দিয়েছিলেন তিনি। পরে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন এই কর্মকর্তা। বিক্ষুব্ধ আইনজীবীরা তাঁর সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেন এবং প্রশ্ন তোলেন— “তহসিল চত্বরও তো অপরিচ্ছন্ন, শৌচালয়গুলোর অবস্থা শোচনীয়, রাস্তা জুড়ে ঘুরে বেড়াচ্ছে বেওয়ারিশ পশু। আপনি কি এ জন্যও ওঠবোস করবেন?”

IAS অফিসার রিংকু সিংহর জবাব ছিল স্পষ্ট, “হ্যাঁ, যদি সেটা আমার দায় হয়, আমি নিশ্চয়ই শাস্তি স্বীকার করব।” এরপর তিনি নিজেই আইনজীবীদের সামনে দাঁড়িয়ে পাঁচবার ওঠবোস করেন। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রিংকু সিং আইনজীবীদের একটি দলের সামনে দাঁড়িয়ে কথোপকথনের চেষ্টা করছেন। পরে তিনি স্বেচ্ছায় প্রকাশ্যে পাঁচবার ওঠবোস করেন।

আরও পড়ুন, Earthquakes in Bay of Bengal: বঙ্গোপসাগরে ৯০ মিনিটে ৪টি ভূমিকম্প! বিশ্বে হলটা কী? চারিদিকে শুধু মারাত্মক সুনামি আর সুনামি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More