নিজস্ব প্রতিবেদন: 'যদি রাজ ঠাকরের (Raj Thackeray) কোনও ক্ষতি হয়, তবে গোটা মহারাষ্ট্র জ্বলবে'। এমনই হুমকি পোস্টারে ছয়লাপ মুম্বইয়ের লালবাগ এলাকা। মহারাষ্ট্র নবনির্মান সেনার (MNS) তরফে এমনই পোস্টার দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, মারাঠি ভাষায় সেই পোস্টার লেখা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, রাজ ঠাকরের কোনও ক্ষতি হলে, চরম পদক্ষেপ নেওয়া হবে। গোটা মুম্বই জ্বলবে। সম্প্রতি এমএনএস (MNS) নেতাও অভিযোগ করেন যে, হুমকি ফোন পাচ্ছেন তিনি। এরপর থেকেই রাজ ঠাকরের অনুগামীদের মধ্য়ে উত্তেজনা বাড়তে থাকে। নেতাকে জেড বা ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার দাবি তোলেন অনেকে। দাবি মতো বাড়ানোও হয় তাঁর নিরাপত্তা।
Correction| MNS puts up a poster in Lalbaug area of Mumbai. The poster reads, "If anyone tries to harm Raj Thackeray, entire Maharashtra will rise up in anger"
— ANI (@ANI) May 19, 2022
This comes in wake of protests against Raj Thackeray for his Ayodhya visit.
(Earlier tweet had a translation error) pic.twitter.com/J7hhZV0Y9W
সম্প্রতি মসজিদে লাউডস্পিকার বাজানোর বিরোধিতা করে সংবাদ শিরোনামে এসেছিলেন রাজ ঠাকরে (Raj Thackeray)। অভিযোগ, এরপরই হুমকি চিঠি পান তিনি।