Home> দেশ
Advertisement

Sima Haider's husband after Pahalgam attack: 'ওই নির্লজ্জ মহিলাকে হয় ফাঁসি দিন নয় পাকিস্তানে ফিরিয়ে দিন!', মোদীর কাছে কাতর মিনতি গুলামের...

Sima Haider Husband: ২০২৩ সালে সীমা হায়দার ভারতে আসেন। ২০২৩ সালের মে মাসে PUBG-তে বন্ধুত্বের পর সীমা পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে আসেন। এখন তিনি গ্রেটার নয়ডার রাবুপুরায় শচীন মীনার স্ত্রী হিসেবে বসবাস করছেন। 

Sima Haider's husband after Pahalgam attack: 'ওই নির্লজ্জ মহিলাকে হয় ফাঁসি দিন নয় পাকিস্তানে ফিরিয়ে দিন!', মোদীর কাছে কাতর মিনতি গুলামের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাম হামলার পর বিতর্কিত সীমা হায়দারের ভারতে অবৈধভাবে বসবাস করছেন করা নিয়ে তাঁর প্রথম স্বামী গুলাম হায়দার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। এই ভিডিয়োতে তিনি সীমা এবং তাঁর উকিল এপি সিং সম্পর্কে বিষোদগার করেছেন। তিনি সরকারের কাছে হাতজোড় করে একটি দাবিও করেছেন।

পহেলগামে সন্ত্রাসী হামলার পর কেন্দ্রীয় সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। সরকার, পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। এই আদেশের পর সীমা হায়দারকে নিয়েও আলোচনা শুরু হয়েছে। মানুষ জানতে চায় সীমা হায়দারকেও কি পাকিস্তানে ফেরত পাঠানো হবে? এদিকে, পাকিস্তানে বসবাসকারী সীমা হায়দারের প্রথম স্বামীর একটি ভিডিয়ো তখনই সামনে এসেছে।

সীমা হায়দারের প্রথম স্বামী গুলাম হায়দার ভিডিয়োতে বলেন- 'আজ আমি শুধু বলতে চাই যে, সীমাকে পাকিস্তানে ফেরত পাঠানো উচিত। আমি গত দুই বছর ধরে আমার সন্তানদের জন্য আকুল। ভারত সরকারের উচিত আমার সন্তানদেরও পাকিস্তানে ফেরত পাঠানো। তিনি সীমার ফাঁসি কামনাও করেছেন পাকিস্তানের সরকারের কাছে।

আরও পড়ুন: এখানেই লুকিয়ে আছে জঙ্গিরা! মহিলার কাছ থেকে টিপস পেয়েই ঘিরে ফেলল সেনা...

যদি তুমি সীমাকে পাকিস্তানে পাঠাতে না পারো, তাহলে তাকে সেখানেই শাস্তি দাও। যে ব্যক্তি তাকে সাহায্য করছে, তার ভাই এপি সিং-এর লজ্জা পাওয়া উচিত।

গুলাম হায়দার বলেন- এটা আইনজীবী এপি সিং-এর লজ্জা। তার মানবতা মারা গেছে। সে মানুষ বলারও যোগ্য নয়। সীমা তাঁর চেয়েও বেশি নির্লজ্জ। শচীন এবং নেত্রপাল, যাদের সঙ্গে আমার সন্তানদের রক্তের সম্পর্কও নেই, তারা তাঁর সঙ্গে আছে। 

আমার সন্তানদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক রয়েছে এবং আমিই আমার সন্তানদের থেকে দূরে থাকি। তবে, গুলাম হায়দার এই ভিডিওতে পাহেলগাম হামলার কথা উল্লেখ করেননি। প্রায় প্রতিটি ভিডিওতে, তিনি কেবল তার সন্তানদের ফিরে পেতে অনুরোধ করেন। 

আরও পড়ুন: পহেলগাঁও-কাণ্ডে কোনওক্রমে বাঁচা মহিলার ভিডিয়ো ধরিয়ে দিল ধর্ম জানতে চাওয়া ঘোড়াওয়ালা...

২০২৩ সালে সীমা হায়দার ভারতে আসেন। ২০২৩ সালের মে মাসে PUBG-তে বন্ধুত্বের পর সীমা পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে আসেন। এখন তিনি গ্রেটার নয়ডার রাবুপুরায় শচীন মীনার স্ত্রী হিসেবে বসবাস করছেন। 

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ভারতে থাকাকালীন সীমা শচীনের সন্তানের মাও হয়েছেন। তবে, কেন্দ্রীয় সরকারের সর্বশেষ আদেশের পর, প্রশ্ন উঠতে শুরু করেছে যে সীমা হায়দারকেও কি ভারত ছেড়ে যেতে হবে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More