জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) বহু প্রাণহানি। অসংখ্য আহত। চারদিকে শুধু রক্ত, আর্তনাদ আর হাহাকার। মেঘানিনগর এলাকায় এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৪। শুক্রবার দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল খুঁজে পেয়েছে বিমান এআই-১৭১ ( AI 171) এর ব্ল্যাক বক্স (Black Box) এবং আরও ২৯টি দেহ। ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় বিমানের বিপর্যয় এটি।
ঘটনার দিন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ভেঙে পড়ে আমদাবাদের বিজে মেডিক্যাল কলেজের ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। প্রথমে অনুমান করা হয়েছিল বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও কর্মীই নিহত হয়েছেন। কিন্তু মৃতের সংখ্যা সেই হিসেব ছাড়িয়ে যাওয়ায় কলেজ ক্যাম্পাসে থাকা ডাক্তার, তাঁদের পরিবার, মেডিক্যাল ছাত্র এবং আশপাশের বাসিন্দারাও প্রাণ হারিয়েছেন।
বিজয় রুপাণী ডিএনএ মিলেছে:
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী ডিএনএ মিলেছে উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩২টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। বিজয় রূপানী তাঁদের মধ্যে একজন। আমদাবাদ সিভিল হাসপাতালের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট ডঃ রজনীশ প্যাটেল জানিয়েছেন যে, হতভাগ্য পরিবারগুলি এখন নিহতদের দেহাবশেষ পাচ্ছে, যাদের ডিএনএ তাঁদের সঙ্গে সফলভাবে মিলেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি নিশ্চিত করেছেন:
রবিবার গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণীর ডিএনএ ম্যাচ করার পর তার মৃতদেহ শনাক্ত করা হয়েছে। ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171-এ ২৪২ জন যাত্রীর মধ্যে মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী ছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় মাত্র একজন বেঁচে আছেন।
এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বিমানটিতে ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং দুইজন পাইলট ছিলেন।
৩২ জন নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে:
গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি সাংবাদিকদের বলেন: '১২ জুন আমদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী প্রাণ হারান। আজ, সকাল ১১:১০ মিনিটে, তার ডিএনএ মিলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি বহু বছর ধরে রাজ্যের জনগণের সেবা করেছেন...' ডঃ প্যাটেল নিশ্চিত করেছেন যে ডিএনএ বিশ্লেষণে এখন পর্যন্ত ৩২ জন নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ১২টি পরিবার ইতিমধ্যেই তাদের প্রিয়জনের দেহাবশেষ সংগ্রহ করেছে, বাকি মৃতদেহগুলি শনাক্ত করার জন্য অন্যান্য আত্মীয়দের অপেক্ষায় রয়েছে পুলিস।
মৃতের সংখ্যা ২৫০ জনে দাঁড়িয়েছে:
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিজে মেডিকেল কলেজের আরও চারজন মেডিক্যাল পড়ুয়া এবং তাঁদের পরিবারের সদস্য নিহতদের মধ্যে রয়েছেন, AI ১৭১ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৫০ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে আবার গিয়েছে এনডিআরএফ দল। আরও মৃতদেহ রয়েছে কিনা আশেপাশের এলাকায় খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। বৈঠকে উপস্থিত ডিজিসিএ এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে, ভয়াবহ এই বিমান দুর্ঘটনায়, বি জে মেডিক্যাল কলেজের চারজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। ১.জয়প্রকাশ চৌধুরী - ২০২৩ ব্যাচ এম বি বি এস। ২.মানব ভাদু - ২০২৪ ব্যাচ এমবিবিএস। ৩.আরিয়ান রাজপুত - ২০২৪ ব্যাচ এমবিবিএস। ৪.রাকেশ দিহোরা - ২০২৩ ব্যাচ এমবিবিএস।
আহত ও নিহতের সংখ্যা:
২০ জন দুর্ঘটনায় জখম হয়, যার মধ্যে ১১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও একজন রেসিডেন্ট ডাক্তারের স্ত্রী দুর্ঘটনায় জখম হয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিজে মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে বিমান দুর্ঘটনায় বহু ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে, এই ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়েছিল কিনা কোথাও ত্রুটি ছিল খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছবেন আর কিছুক্ষণ পরেই। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক তদন্তের প্রয়োজনীয় কিছু সরঞ্জাম নিয়ে আসেন এই বৈঠকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)