জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয়ের মর্মান্তিক রাজা রঘুবংশী হত্যাকাণ্ড যা সারা দেশকে নাড়িয়ে দেয়,ঠিক তারপরেই সোমবার বেঙ্গালুরুতে একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বিবাহিত প্রেমিকাকে রাগ এবং জিঘাংসায় ১৭ বার ছুরি মেরে হত্যা করেছে।
পারিবারিক বাধ্যবাধকতায় দুই সন্তানের মা ওই মহিলা, তাঁর প্রেমিকের সঙ্গে আর ঘনঘন দেখা করতে পারছিলেন না। আর এই দূরত্বই কাল হল। রাগে-হিংসায়-বিরহে পাগল প্রেমিক হোটেলের ঘরে ডেকে নিয়ে একের পর এক ছুরির কোপ চালাল ৩২ বছর বয়সী হরিণীর উপর।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি সুব্রামণ্যপুরা থানার সীমানার মধ্যে পূর্ণপ্রজ্ঞা লেআউটে একটি OYO হোটেলের ঘরে এই ঘটনাটি ঘটে। নিহতের হরিণী,৩৬ বছর বয়সী এবং অভিযুক্তের নাম যশ, একজন ইঞ্জিনিয়ার। পুলিশের মতে, হরিণী বিবাহিত ছিলেন এবং অভিযুক্তের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।
কিন্তু প্রেমিক যশ তার প্রেমিকার সঙ্গে এই হঠাত্ দূরত্বতে ক্ষুব্ধ হয়ে তাকে নৃশংস ছুরি মেরে হত্যা করে বলে জানা গেছে। ঘটনাটি সুব্রামণ্যপুরা থানার কাছেই ঘটে এবং অভিযুক্ত ব্যক্তি বর্তমানে আদালতের হেফাজতে রয়েছে।
পুলিশ তদন্তে জানা গেছে যে, যশ এবং হারিণী একটি মেলায় দেখা করেছিলেন, নম্বর বিনিময় করেছিলেন এবং চ্যাট শুরু করেছিলেন। তাদের সম্পর্ক ডেটিংয়ে পরিণত হয়েছিল এবং অবশেষে শারীরিক ঘনিষ্ঠতায় পরিণত হয়েছিল। ইতিমধ্যে, হরিণীর স্বামী সন্দেহ করতে শুরু করে হরিণীকে। স্ত্রীয়ের ফোনটি বাজেয়াপ্ত করেন এবং তাকে বাড়ি থেকে বেরতে নিষেধ করেন।
বেশ কয়েক মাস পর, হরিণী তার বাড়ি থেকে বেরোয় এবং যশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানিয়েছে যে, হরিণীর সাথে বিচ্ছেদের মেনে নিতে না পেরে যশ বিরক্ত হয়ে পড়ে এবং তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ৬ জুন, তারা দেখা করে হোটেলে যায়। পুলিশ জানিয়েছে যে, তার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর, অভিযুক্ত ব্যক্তি হোটেল থেকে পালিয়ে যাওয়ার আগে তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করে।
সুব্রামণ্যপুরা পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। যশ পুলিশের কাছে স্বীকার করেছে যে সে হরিণী তাকে এড়িয়ে চলার কারণে রাগে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত এখনও জানা যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)