Home> দেশ
Advertisement

Pakistan Terrorist Killed: ভারতের মোস্ট ওয়ান্টেড... 'সিঁদুরে' অভিযানে শেষ দুর্ধর্ষ জঙ্গি খালিদ ওরফে আবু আকাশা!

India Pakistan Conflict: নিহত জঙ্গি নেতা, খালিদ ওরফে আবু আকাশা, একাধিক কুকর্মের মাস্টারমাইন্ড, খতম ভারতের 'সিঁদুরে'!

Pakistan Terrorist Killed: ভারতের মোস্ট ওয়ান্টেড... 'সিঁদুরে' অভিযানে শেষ দুর্ধর্ষ জঙ্গি খালিদ ওরফে আবু আকাশা!

Operation Sindoor: ২২ এপ্রিল কাশ্মীমের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলা (Pahalgam Attack)। ধর্ম যাচাই করে পর্যটকদের খুন করে জঙ্গিরা। সেই হামলার বদলায় ৭ মে গভীর রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। প্রিসিশন অ্যাটাকে (Precision Attack) গুঁড়িয়ে দেয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। যারমধ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার সদর দফতর। আর সেখানেই নিকেশ জইশ জঙ্গি নেতা খালিদ ওরফে আবু আকাশা (Khalid aka Abu Akasha)। নিহত জঙ্গি নেতা একাধিক কুকর্মের মাস্টারমাইন্ড, খতম ভারতের 'সিঁদুরে'! 

কে এই আবু আকাশা?

খালিদ ওরফে আবু আকাশা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত এবং জম্মু ও কাশ্মীরে একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে   জড়িত। সে আফগানিস্তান থেকে অস্ত্র পাচারের সঙ্গেও জড়িত ছিল। জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি অভিযান করেছে। আফগান অস্ত্র বিভিন্ন দেশে পাচারের করেছে এই জঙ্গি। তার অন্ত্যেষ্টিক্রিয়া ফয়সালাবাদে অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি অভিযান করেছে। আফগান অস্ত্র পাচারের সাথে জড়িত। ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তার অন্ত্যেষ্টিক্রিয়াতে।

Read More