Home> দেশ
Advertisement

History-Sheeter Caught after a four-month manhunt: ঠিক যেন ব্যোমকেশ! ম্যানিকিয়োর করা হাত, মঙ্গলসূত্র আর শাড়িতে ভরপুর যুবতী গৃহবধূ... ধোঁকা খেয়েও দাগি ক্রিমিনাল চিনল পুলিস...

Jodhpur police: এও সম্ভব! মহিলার ভেক ধরে দিনের পর দিন পুলিসকে বোকা বানানো। দিনের পর দিন পুলিস বাড়িতে গিয়ে দেখতে পান দরজা খুলছেন এক মহিলা...

History-Sheeter Caught after a four-month manhunt: ঠিক যেন ব্যোমকেশ! ম্যানিকিয়োর করা হাত, মঙ্গলসূত্র আর শাড়িতে ভরপুর যুবতী গৃহবধূ... ধোঁকা খেয়েও দাগি ক্রিমিনাল চিনল পুলিস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিসের হাত থেকে বাঁচতে শাড়ি, চুরি, মঙ্গলসূত্র আরও কী না পরতে হত তাকে। তাও শেষরক্ষা হল না। চার মাস ধরে তল্লাশির পর অবশেষে তাকে গ্রেফতার করল যোধপুর পুলিস। অভিযুক্ত, বছর ৩৫-এর দয়া শঙ্কর চাওরিয়া পুলিসকে বোকা বানানোর জন্য মহিলার ছদ্মবেশ ধরেছিল। বারবার পুলিস তার বাড়িতে গেলে এক মহিলা দরজা খুলত এবং বলত, দয়া শঙ্কর বাড়িতে নেই। 

আরও পড়ুন, Corporate Toxic Work Culture: 'আমার শ্বাস নিতে কষ্ট হতে থাকে...' মিটিংয়ে নন-টেক CEO-র নাগাড়ে চিৎকার! শেষে চেয়ারেই আইটি কর্মী...

এতটাই নিখুঁত মহিলার ছদ্মবেশ যে হাতে ম্যানিকিয়োর, ওয়্যাক্স পর্যন্ত করা। এক ঝলকে কিছুতেই বোঝার উপায় নেই যে সে আসলে পুরুষ। লাখড়া বাজার হরিজন বস্তির বাসিন্দা, দয়া শঙ্কর ফেব্রুয়ারিতে হামলার একাধিক মামলায় তাকে ওয়ান্টেড ছিল। পুলিসকে এড়াতে সে ব্লাউজ, পেটিকোট এবং গলায় মঙ্গলসূত্র পরত। যখনই পুলিস তার বাড়িতে আসত, সে ঘোমটা টেনে অফিসারদের জানাত দয়া শঙ্কর বাড়িতে নেই। 

কিছুদিন ধরেই পুলিস ওই মহিলার ওপর নজর রাখতে শুরু করে। বড় চুলের আড়ালে ছোট চুল দেখেই প্রথমটায় সন্দেহ হয়। এরপর রাস্তায় বের করে এনে মুখ ঢাকা অবস্থাতেই রাস্তা দিয়ে হাঁটিয়ে পুলিস স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। বাগার চকের পিপলি গলির বাসিন্দা ২৩ বছর বয়সী প্রিন্স চাওলা জানান যে, ১০ ফেব্রুয়ারি তাকে মারধর করে কিছু লোক। তারমধ্যে দয়া শঙ্ক এবং তার দলবল ছিল। পুলিশসে অভিযোগ না করার হুমকিও দেন। এরপর দয়া শঙ্করের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তখন থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। 

আরও পড়ুন, Air India Flight: 'ক্র্যাশ করিয়ে দেব...' আমদাবাদ অভিশপ্ত উড়ান আতঙ্কের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে দুর্ঘটনা ঘটানোর ভয়ংকর হুমকি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More