Home> দেশ
Advertisement

Bank Holidays in June: জুন মাসে অনেকদিন বন্ধ থাকবে ব্যাংক! ভোগান্তি এড়াতে দেখে নিন সেই তালিকা... কবে গেলে আপনার কাজ হবে?

June Bank Holidays : ছুটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করেন কর্মজীবী ​​মানুষ। এই কারণেই নতুন ক্যালেন্ডার বের হওয়ার সঙ্গে সঙ্গেই  মানুষ প্রথমেই যে জিনিসটির দিকে নজর দেয় তা হল ছুটির তালিকা। ব্যাংক গুলিতে ছুটির দিনগুলি RBI ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয়। ব্যাংক  ছুটির দিন সকলের উপর প্রভাব ফেলে। একদিকে, ছুটি থাকলে ব্যাংক কর্মীরা স্বস্তি বোধ করেন, অন্যদিকে,  অনেক লোকের কাজ আবার ব্যাংক সঙ্গে সম্পর্কিত, যা ব্যাংক বন্ধের কারণে প্রভাবিত হতে পারে, তাই এই তথ্য তাদের জন্যও খুবই কার্যকর। আর কয়েকদিনের মধ্যেই জুন মাস শুরু হতে চলেছে। জুন মাসে ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে। RBI Holiday Calendar অনুসারে জুন মাসে ব্যাংক কবে কবে বন্ধ থাকবে?

Bank Holidays in June: জুন মাসে অনেকদিন বন্ধ থাকবে ব্যাংক! ভোগান্তি এড়াতে দেখে নিন সেই তালিকা... কবে গেলে আপনার কাজ হবে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে সমস্ত রাজ্যে ব্যাঙ্কের  ছুটির তালিকা একই রকম নয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) অনুসারে, সমস্ত রাজ্যের জন্য ছুটির তালিকা আলাদা। এই ছুটির দিনগুলির একটি সম্পূর্ণ তালিকা আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, যেখানে রাজ্য অনুসারে বিভিন্ন উৎসব এবং ছুটির সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। তবে  ব্যাঙ্ক বন্ধ থাকা সত্ত্বেও, গ্রাহকদের কোনও সমস্যা হবে না। ছুটির দিনেও, মানুষ অনলাইন ব্যাঙ্কিং-এর  সাহায্যে তাদের সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। আজকাল ব্যাঙ্কের  বেশিরভাগ পরিষেবা অনলাইনে পাওয়া যায়। অতএব, ছুটির দিনেও, আপনি ঘরে বসে অনেক ব্যাঙ্কিং  কাজ সম্পন্ন করতে পারেন।

আরও পড়ুন: UP encounter case: 'অপারেশন ল্যাংড়া!' পরপর এনকাউন্টারে মহিলা দাবাং সাব-ইন্সপেক্টরের শার্প টার্গেটে গুলিবিদ্ধ ধর্ষক...

ব্যাংকিং কাজকর্ম

এটি একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায়, সুষ্ঠুভাবে ব্যাংকিং কাজকর্ম সম্পন্ন করার লক্ষ্যে ব্যাঙ্ক কোন কোন দিন বন্ধ থাকছে সেই বিষয়টি জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এমতাবস্থায়, আগামী জুন মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক (Bank Holidays)। তাই, আপনার যদি আগামী মাসে ব্যাংকে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে সেক্ষেত্রে ছুটির তালিকাটি অবশ্যই জেনে রাখতে হবে। 

জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক (Bank Holidays):

আসলে, জুন মাসে একাধিক বড় উৎসব রয়েছে। যার কারণে ব্যাংক ছুটি (Bank Holidays) থাকবে। জুন মাসের শুরুতেই রয়েছে বকরি ইদ এবং মাসের শেষ সপ্তাহে রথযাত্রার উৎসবও রয়েছে থাকে। এমতাবস্থায়, আগামী মাসে দেশের বিভিন্ন শহরে মোট ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে রবিবারের কারণে ৫ দিন ছুটি থাকবে। তাছাড়া, দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটিও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

জুন মাসে ব্যাংকের ছুটির (Bank Holidays) তালিকা:

১. ১ জুন, ২০২৫: রবিবার বন্ধ থাকবে ব্যাংক

২. ৬ জুন ২০২৫ (শুক্রবার): বকরি ইদ উপলক্ষ্যে ওই দিনে কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে।

৩. ৭ জুন ২০২৫ (শনিবার): বকরি ইদ উপলক্ষ্যে ওই দিনে আগরতলা, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগরে ছুটি থাকবে। অপরদিকে, তিরুবনন্তপুরম, কোচি, ইটানগর, গ্যাংটক এবং আহমেদাবাদে ওই দিনে ব্যাংক খোলা থাকবে। অর্থাৎ ওই স্থানগুলিতে, ব্যাংক কর্মীদের কোনও ছুটি থাকবে না।

৪. ৮ জুন, ২০২৫: রবিবার বন্ধ থাকবে ব্যাংক

৫. ১১ জুন ২০২৫ (বুধবার): সন্ত গুরু কবীর জয়ন্তী/সাগা দাওয়া উপলক্ষ্যে ওই দিন সিমলা, গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে।

আরও পড়ুন: Major Changes from June in daily life: ATM, LPG, PF, আধার কার্ড সহ এই ১০টি বিষয়ে বড় পরিবর্তন হতে চলেছে! আজ থেকেই, দেশজুড়ে

ব্যবহার করা যাবে অনলাইন পরিষেবা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট দিনগুলিতে ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকলেও গ্রাহকেরা অনলাইন ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, ATM পরিষেবা থেকে শুরু করে UPI-র মাধ্যমে অর্থ লেনদেনের মতো পরিষেবাগুলি সচল থাকবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More