ওয়েব ডেস্ক: গতবছরের তুলনায় এবছর ২৫ শতাংশ বেশি আয়কর রিটার্ন্স জমা পড়েছে, এমনই পরিসংখ্যান পেশ করল ভারত সরকারের অর্থমন্ত্রক। সরকারের দাবি, আয়কর রিটার্ন্স বেশি জমা পড়ার প্রধান কারণ হল নোটবন্দি। "কালো টাকা সাফাই অভিযান এবং নোট বন্দির মত সিদ্ধান্তের কারণেই আজ আয়কর রিটার্ন্সে সাফল্য এসেছে। ২৫ শতাংশ বৃদ্ধি হয়েছে আয়কর রিটার্ন্সে", দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। আরও পড়ুন- পেনশন নিয়ে নয়া সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে ফের চওড়া হাসি
রিপোর্ট বলছে, চলতি অর্থবর্ষের ৫ অগাস্ট পর্যন্ত ২.৮২ কোটি জন আয়করদাতা আয়কর রিটার্ন্স জমা করেছেন। যেখানে ২০১৬-১৭ অর্থবর্ষে ২.২৬ কোটি জন আয়করদাতা আয়কর রিটার্ন্স দাখিল করেছিলেন। কেন্দ্রীয় সরকারের দাবি, গত আর্থিক বছরে মোটের ওপরে আয়কর রিটার্ন্স জমা বেড়েছিল ৯.৯ শতাংশ। অর্থমন্ত্রকের দাবি, নোটবন্দির ফলে এই বছরে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশ। আগামী দিনে আয়কর রিটার্ন্সে হার আরও বাড়বে বলেই আশাবাদী কেন্দ্র।
25% growth in number of ITax Returns filed in current fiscal
— Ministry of Finance (@FinMinIndia) August 7, 2017
Advance Tax (Personal ITax) collections up by 41% https://t.co/KiE4j9QBTW