Home> দেশ
Advertisement

সুর নরম করল বেজিং, লাদাখের ৩ এলাকা থেকে সেনা সরাল চিন

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, পেট্রোলিং পয়েন্ট ১৫ ও হটস্প্রিং এলাকা থেকে ২-২.৫ কিলোমিটার সরে গিয়েছে চিনা সেনা

সুর নরম করল বেজিং, লাদাখের ৩ এলাকা থেকে সেনা সরাল চিন

নিজস্ব প্রতিবেদন: লাদাখে সীমান্ত সমস্যা শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা করে নেওয়া হবে সহমত হয়েছিল দুদেশ। ভারত ও চিনের মধ্যে কমান্ডার পর্যায়ের বৈঠকের পর সেই প্রক্রিয়াই শুরু হল। মঙ্গলবার লাদাখের ৩টি জায়গা থেকে সেনা সরাতে শুরু করলে দুদেশ।

আরও পড়ুন-দিদি হিসাব নিয়ে এসেছি... মমতাকে ১০ হুঙ্কার অমিত শাহের

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তৈরি হওয়া সমস্যা নিয়ে আরও একদফা বৈঠক হবে দুদেশের মধ্যে। গালওান এলাকায় ১৪, ১৫ নম্বর পেট্রোলিং পয়েন্ট ও হটস্প্রিং এলাকায় আগামী সপ্তাহেই ওই বৈঠক বসবে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, পেট্রোলিং পয়েন্ট ১৫ ও হটস্প্রিং এলাকা থেকে ২-২.৫ কিলোমিটার সরে গিয়েছে চিনা সেনা। একইভাবে ওইসব এলাকা থেকে আডা়ই কিলোমিটার সরে এসেছে ভারতীয় সেনাও।

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন মুকুল রায়? দিলীপ ঘোষের উত্তরে 'ধোঁয়াশা'  

উল্লেখ্, গতকালই রাজনাথ সিং জানিয়েছিলেন ভারত চায় কয়েক দশক পুরনো সীমান্ত সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলতে। তার আগে দুপক্ষের মধ্য শান্তির প্রয়োজন। সেনা বৈঠক ও ওই বিবৃতির পরই এই পদক্ষেপ নিল দুদেশ।

Read More