Home> দেশ
Advertisement

Operation sindoor: অপারেশন সিঁদুর নিয়ে ভারতের পাশে আরও এক মুসলিম রাষ্ট্র, পাকিস্তানের পাশে কে?

Operation sindoor: ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের তরফে কাতারকে বোঝানোর হয় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারত আপোষহীন ভাবে লড়াই করে যাবে

Operation sindoor: অপারেশন সিঁদুর নিয়ে ভারতের পাশে আরও এক মুসলিম রাষ্ট্র, পাকিস্তানের পাশে কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুর-এর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছে ভারত। দুনিয়ার বিভিন্ন দেশে বর্তমানে সফর করছে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল। সন্ত্রাসবাদের ফলে ভারত কীভাবে আক্রান্ত তা বিশ্বের বিভিন্ন দেশকে বোঝাচ্ছে ভারত। সোমবার সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন কাতারের বিদেশ দফতরের প্রতিমন্ত্রী মহম্মদ বিন আব্দুলআজিজ বিন লালেহ আল খুলাইফি। ওই বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছে কাতার।

ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের তরফে কাতারকে বোঝানোর হয় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারত আপোষহীন ভাবে লড়াই করে যাবে। সেই প্রেক্ষাপটেই অপারেশন সিঁদুর এর মতো একটি পদক্ষেপের প্রয়োজন ছিল। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে কাতারে ভারতীয় দূতাবাস।

এক্স হ্যান্ডেলে করা ওই পোস্টে লেখা হয়েছে, সোমবার কাতারের বিদেশ দফতরের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ভারতের প্রতিনিধিদল। পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট বোঝানো হয়। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন-দীঘায় বিরাট হিট জগন্নাথ মন্দির, প্রমাদ গুনছে পুরী! জগন্নাথধামের পেটেন্ট নিতে এবার ছুটছে ওড়িশা...

আরও পড়ুন-বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি, ভাসবে ২ বঙ্গের এইসব জেলা

সুপ্রিয় সুলের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দলে ছিলেন রাজীব প্রতাপ রুড়ি, অনুরাগ ঠাকুর, ভি মুরলীধরন, কংগ্রেস নেতা মণীষ তিওয়ারি, আনন্দ শর্মা, লব কৃষ্ণ, বিক্রমজিত্ সিং শেনয়, কূটনীতিক সৈয়দ আকবরউদ্দিন।

কাতার সফরের সময় কাতারের সুরা কাউন্সিলের সঙ্গেও বৈঠক করে সংসদীয় প্রতিনিধিদল। সেখানে প্রতিনিধিদল দেশের সার্বভৌমত্ব ও সীমান্তপার হামলা থেকে নিজেদের রক্ষা করার অধিকারের কথা জানিয়েছে।

ওই বৈঠক নিয়ে কংগ্রেস নেতা মণীষ তিওয়ারি বলেন, সুরা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হামাদ বিন্তে সুলাইতির সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে। তিনি ভারতের ৫০০০ হাজার বছরের ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, ভারতর বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের সঙ্গে মিলেমিশে থাকায় বিশ্বাসী।

এদিকে, ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশকে পাকিস্তান বোঝানোর চেষ্টা করছে ভারত তাদের আক্রমণ করেছে। কিন্তু সেই তুরস্ক ও আদারবাইজান চাড়া মধ্যপ্রচ্যের কোনও দেশ তাদের বিশ্বাস করছে না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি-সহ মধ্যপ্রচ্যের অন্যান্য দেশগুলিকে বোঝানোর। কিন্তু তেমন সুবিধে করতে পারছে না। পহেলগাঁও হামলার নিন্দা করেছে ব্রিটেন, রাশিয়া, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতে দেশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

Read More