জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিল ভারত। মঙ্গলবার রাত ১.৪৪ মিনিট নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটিতে আঘাত হানল ভারতের রাফাল ও অন্যান্য ফাইটার জেট। শুরু হয়ে যায় অপারেশন সিন্দুর।
যেসবজায়গায় আঘাত হানা হয়েছে সেগুলি কোনও সাধারণ জনবহুল এলাক নয়। সবকটিই জঙ্গিঘাঁটি। মাটিতে মিশে গিয়েছে জইশ ই মহম্মদ ও লস্করেরপ্রধান কার্যালয়। সব আঘাত হানা হয়েছে পাকিস্তান সীমানায় না ঢুকে। অসমর্থিত সূত্রে খবর পাক অধিকৃত কাশ্মীরে নিহত সংখ্যা আপাতত ৮০। ভারতের হামলাকে সমর্থন করল ইজরায়েল। আমেরিকার বক্তব্য, ভারত যে প্রত্যাঘাত করবে তা জানাই ছিল। তবে যত তাড়াতাড়ি এই লড়াই বন্ধ হয়ে সেটাই ভালো।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
— Shehbaz Sharif (@CMShehbaz) May 6, 2025
The treacherous enemy has launched a cowardly attack on five locations within Pakistan. This heinous act of aggression will not go unpunished.
Pakistan reserves the absolute right to respond decisively to this unprovoked Indian attack — a…
ভারতীয় সেনা সূত্রে খবর পাকিস্তানের অন্তত ১০০ কিলোমিটার ভেতরে আঘাত হেনেছে বায়ুসেনা। যেসব জাগায় হামলা কার হয়েছে সেগুলি অধিকাংই জঙ্গি ঘাঁটি। ওই সব জায়গার মধ্যে রয়েছে ভাওয়ালপুর, যা ভারত পাক সীমানা থেকে ১০০ কিমি ভেতরে। সেখানে ছিল জইশের ক্যাম্প। এছাড়া রয়েছে মুরিদকে। এটি পাক সীমানা থেকে ৩০ কিমি ভেতরে। এখানে ছিল লস্করের ক্যাম্প। গুলপুর, সীমানা থেকে ৩০ কিমি ভেতরে। সাওয়ারি, পুঞ্চ থেকে ৩০ কিমি ভেতরে। বিলাল ক্যাম্প, কোটলি, বারনালা ক্যাম্প, সারজাল ক্যাম্প, মেহমুনা ক্যাম্প। এইসব জায়গা পাক সীমান্ত থেকে সেদেশের অনেকটাই অভ্যন্তরে।
আরও পড়ুন-মধ্যরাতে অপারেশন সিঁদুর, পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত
আরও পড়ুন-সিঁদুর মুছে দেওয়ার পালটা অপারেশন চালাল ভারত! কান্নার মধ্যেও শান্তি পেল নিহতদের পরিবাররা...
এদিকে, ভারতের আঘাতের কথা স্বীকার করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে। গোটা দেশ সেনার সঙ্গে রয়েছে। ভারত পাকিস্তানের অন্তত ৫ জাগা হামলা চালিয়েছে। যারা হামলায় মারা গিয়েছেন তার পরিবারের প্রতি সমবেদন রইল।
পাক সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ভাওয়ালপুরে সুভানুল্লা মসজিদে হামালা চালিয়েছে ভারত। এছাড়া কোটলি ও মুজাফফরাবাদের হামলা চালিয়েছে ভারত। ঠিক সময়ে পাকিস্তান এর জবাব দেবে।
অপারেশন সিঁদুর
ভারতীয় সেনা লিখল, ন্যায় হয়েছে। জয় হিন্দ।
ভারতের তরফে বলা হয়েছে অত্যন্ত সংযত আঘাত হানা হয়েছে। কোনও সাধারণ মানুষের বসতিতে আঘাত হানা হয়নি।
আঘাত হানা হয়েছে ভাওয়ালপুর, মুরিদকে, গুলপুর, শিয়ালকোট, কোটলি,বাগ, চাক আমরু, মুজাফফরাবাদে।
জম্মু, লেহ, শ্রীনগর, অমৃতসর, ধর্মশালা বিমানবন্দর বন্ধ করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)