জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারবার নানা ভাবে পাকিস্তানের (Pakistan) মুখ মুড়েছে। ইতিহাস তার সাক্ষী। অথচ তাতেও পাকিস্তানের সম্বিৎ ফেরেনি। সেটাও ইতিহাস দেখেছে। আবারও দেখল। অপারেশন সিঁদুর (Operation Sindoor) পরবর্তী সময়ে পাকিস্তান (India Pakistan Tension) নানা সময়ে নানা কথা বলছে। কিন্তু ফের তারা ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের (India) পায়ে এসে পড়ল। কেন? নতুন করে কী ঘটল?
পহেলগাঁও কাণ্ড
তথ্য বলছে, সাম্প্রতিক যে-সংঘাত তা পাকিস্তান নিজেই তৈরি করেছে। পহেলগাঁও কাণ্ড যার মুখড়া। তার পরেই অপারেশন সিঁদুর নিয়ে ভারত ঝাঁপিয়ে পড়ে পাকভূমিতে। পাকিস্তান নিজের ভুল বুঝতে পারে। কিন্তু তখনও 'ভাঙব তবু মচকাব না'-কেই নীতি করে ধরে বসে থাকে তারা। তবে এবার তারা সুর বদলাচ্ছে।
সিন্ধুজল বন্ধ
ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করেছিল। তার পরেও বড় বড় কথা বলেছে পাকিস্তান। কিন্তু এখন ছবিটা অন্য। এখন তারা বিপাকে পড়ে ভারতেরই পা ধরতে আসছে। পহেলগাঁও জঙ্গি হামলার পরই পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। আর সিন্ধুর জল বন্ধ হতেই ক্রমশ শুকিয়ে গিয়েছে পাকিস্তান।
পাকিস্তানে জলসংকট
সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার কিছুদিন পর থেকেই পাকিস্তানে জলসংকট দেখা দেয়। মাঝে চন্দ্রভাগা বাঁধ থেকে জল ছাড়া হয়েছিল। তাতেও পাকিস্তানের সংকট মেটেনি। বরং পাকিস্তানে ক্রমে জলসংকট ভয়ংকর থেকে ভয়ংকর হতে থাকে। পাকিস্তানের অন্দরেও এ নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপরে চাপ বেড়েছে। মে মাসেই এক পাক সাংসদ বলেছিলেন, 'যদি এখনই জলসংকট না মেটে, তাহলে আমরা না খেয়ে মরব। সিন্ধু আমাদের লাইফলাইন, তিন-চতুর্থাংশ জলই দেশের বাইরে থেকে আসে। ১০ জনের মধ্যে ৯ জনই সিন্ধুর জলের উপরে নির্ভরশীল। আমাদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় জলের ৯০ শতাংশই দেয় সিন্ধু। আমাদের বিদ্যুৎ প্রকল্প এবং বাঁধও এই নদীর উপরই তৈরি।'
জল-চিঠি
এবার তাই জল পেতে ভারতকে চিঠি দিল পড়শি দেশ। খবর অন্তত তেমনই। তা-ও আবার একটি নয়, ভারতকে পরপর চারটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান! জানা গিয়েছে, পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সেক্রেটারি সইদ আলি মুর্তাজা ভারতের জলশক্তি মন্ত্রকে এই চারটি চিঠি পাঠিয়েছেন। তা বিদেশ মন্ত্রকে পাঠানোও হয়েছে।
ভারতের অবস্থান?
এও জানা গিয়েছে যে, ভারত তার অবস্থানে স্থির। তারা সাফ জানিয়ে দিয়েছে, সন্ত্রাসবাদ ও বাণিজ্য কখনওই একসঙ্গে হতে পারে না। রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান যতদিন সন্ত্রাসবাদে উসকানি দেবে, ততদিন সিন্ধু জলচুক্তিও স্থগিত থাকবে। জম্মু-কাশ্মীর, রাজস্থান, পঞ্জাব সীমান্ত দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। প্রতিটি হামলাই ভারত প্রতিহত করেছে। দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষিত হলেও, সিন্ধু জলচুক্তি স্থগিতই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)