Home> দেশ
Advertisement

India Pakistan War: বিরাট সাফল্য 'সিঁদুরে'র! শুধু মাসুদ আজহার নয়, মরল 'হাই ভ্যালু টেররিস্ট' আব্দুল মালিক, মুদাস্সিরের মতো ভয়ংকর জঙ্গিও...

Terrorist Killed In Operation Sindoor: অন্ধের মতো আক্রমণ নয়, বেছে বেছে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত! পহেলগাঁও-কাণ্ডের পালটা এই 'অপারেশন সিন্দুর'। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে হয়েছিল পাক জঙ্গিদের কুখ্যাত অপারেশন। এরই প্রত্যাঘাতে ভারত মঙ্গলরাতে হামলা চালাল পাকভূমে।

India Pakistan War: বিরাট সাফল্য 'সিঁদুরে'র! শুধু মাসুদ আজহার নয়, মরল 'হাই ভ্যালু টেররিস্ট' আব্দুল মালিক, মুদাস্সিরের মতো ভয়ংকর জঙ্গিও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও-কাণ্ডের (Pahalgam Terror Attack) পালটা এবার 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor)। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের (Terror Attack on Tourists at Pahalgam) বৈসরনে শুরু হয়েছিল পাক জঙ্গিদের অপারেশন। আর তারই প্রত্যাঘাতে ভারত গতকাল গভীর রাতে হামলা চালাল পাকিস্তানে। 

আরও পড়ুন: India Pakistan War: গভীর রাতের অতর্কিত আক্রমণে মাত্র কয়েক মিনিটেই পাকভূমের ৯০ জঙ্গি নিকেশ! 'সিঁদুরে'র কৌটো থেকে পাকিস্তানে ধেয়ে গেল রক্তাক্ত অভিশাপ...

আরও পড়ুন: India Pakistan Tension: চলছে ভয়ংকর খপ্পর যোগ! ১১ জুনের মধ্যে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে! অভিশাপের কালো ছায়া ভারত-পাকিস্তানের উপর...

পাকভূমে ও 'পকে' হামলা

পাক ও 'পকে' হামলা চালাত ভারত। বেছে বেছে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি উড়িয়ে দিল। জৈশ লস্কর, হিজবুল মুজাহিদিনের ডেরায় হামলা চালিয়েছে ভারত। বড় রকমের স্ট্রাইক ঘটেছে ভাওয়ালপুর মুরিদকে অঞ্চলে। যেখানে প্রাথমিক ভাবে ২৫ থেকে ৩০ জঙ্গি নিকেশ হয় ভোরের দিকে। মাত্র ২৫ মিনিটে ভারত ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের উপর। হামলা মোট ন'টি জায়গায়।

ভারত তার আক্রমণে খুবই সংযম দেখিয়েছে। সাধারণ মানুষের বসবাসের কোনও জায়গায় তারা আক্রমণ শানায়নি। সবটাই বেছে-বেছে, জঙ্গিদের ঘাঁটিতে। শীর্ষ সূত্র বলছে, এই স্ট্রাইকে মারা গিয়েছে জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা। খবর তেমন মিলছে না। তবে, যতটুকু জানা যাচ্ছে, পাকিস্তানে ১০০-র কাছাকাছি মৃত্যু ঘটেছে। আর ক্রস-ফায়ারের জেরে ভারতের অন্তত তিনজন মারা গিয়েছেন। 

কী ঘটেছিল কাল?

অন্য একটি সূত্র বলছে, ভারতের এই মিসাইল অ্যাটাকে পাকিস্তানের ২৬ জন অসামরিক মানুষ মারা গিয়েছেন, এছাড়াও ৪৬ জন আহত হয়েছেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এটাকে যুদ্ধ আখ্যায় আখ্য়ায়িত করেছেন। এবং বলেছেন, পাকিস্তানের এর যোগ্য জবাব দেওয়ার অধিকার আছে। কী ঘটেছিল কাল? গভীর রাতের অন্ধকারে সেনা ও এয়ার ফোর্স একযোগে পাকিস্তান এবং পাকিস্তান-অকুপায়েড-কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে এই হামলা চালায়। পোস্ট-স্ট্রাইক এক বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়োও শেয়ার করেছে তারা এবং লিখেছে 'জাস্টিস ইজ সার্ভড'! ইনটেলিজেন্স এজেন্সি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করছে। টার্গেট  লোকেশনও খুঁজে দেখছে। প্রাথমিক হিসেবে ৮০-৯০ জন জঙ্গি মারা গিয়েছে। 

হাই ভ্যালু টেররিস্ট

তবে অপারেশন সিন্দুরের জেরে মাসুদ আজহারের পরে মারা গিয়েছে আব্দুল মালিক মুদাসসিরের মতো ভয়ংকর জঙ্গিরাও। এদের পোশাকি নাম এইচভিটি-- এরা লস্কর-ই-তৈবার হাই ভ্যালু টেররিস্ট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More