Home> দেশ
Advertisement

দেশের সপ্তম নেভিগেশন উপগ্রহকে সফলভাবে কক্ষে স্থাপন করল ISRO

দেশের সপ্তম নেভিগেশন উপগ্রহকে সফলভাবে কক্ষে স্থাপন করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আজ শ্রীহরিকোটা থেকে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (IRNSS) -1G উপগ্রহটিকে নিয়ে উড়ে যায় পি এস এল ভি - C33। আর এই  উপগ্রহটি কক্ষে স্থাপন করেই নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের বৃত্ত সম্পূর্ণ করল ভারত।

দেশের সপ্তম নেভিগেশন উপগ্রহকে সফলভাবে কক্ষে স্থাপন করল ISRO

ওয়েব ডেস্ক: দেশের সপ্তম নেভিগেশন উপগ্রহকে সফলভাবে কক্ষে স্থাপন করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আজ শ্রীহরিকোটা থেকে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (IRNSS) -1G উপগ্রহটিকে নিয়ে উড়ে যায় পি এস এল ভি - C33। আর এই  উপগ্রহটি কক্ষে স্থাপন করেই নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের বৃত্ত সম্পূর্ণ করল ভারত।

গত মার্চে ষষ্ঠ নেভিগেশন উপগ্রহটি উত্ক্ষেপন করেছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। ৭টি উপগ্রহকে কক্ষে স্থাপন করতে খরচ হয়েছে ১ হাজার ৪২০ কোটি টাকা। ১ হাজার ৪২৫ কিলোগ্রামের সপ্তম উপগ্রহটি ১২ বছর টানা কাজ করতে পারবে।

Read More