জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরে গণহত্যা। পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে গুলি করে খুন করল জঙ্গিরা। পাকিস্তানের প্রশ্নে এবার কড়া অবস্থান নিল ভারত। পাক নাগরিকদের বিদেশমন্ত্রকের নির্দেশ, '৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ুন'।
এবার নিশানায় পর্যটকরা! জঙ্গি হামলায় ফের রক্তাক্ত কাশ্মীর। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই যখন পরিস্থিতি, তখন দিল্লিতে নিজের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) জরুরি বৈঠক সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক চলল প্রায় আড়াই ঘণ্টা। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। কবে? আজ, বুধবার।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
--
সিন্ধু জলচুক্তি স্থগিত
--
পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসবাদকে নির্ভরযোগ্যভাবে বন্ধ না করা পর্যন্ত ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে।
--
আটারি চেকপোস্ট বন্ধ
--
আটারি ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ। বৈধ অনুমতিপত্রসহ যাঁরা ভারতে এসেছেন, তাঁরা ১ মে ২০২৫-এর আগে ফিরে যেতে পারবেন।
--
SAARC ভিসা বাতিল
--
পাকিস্তানের নাগরিকদের জন্য SAARC ভিসা ছাড় ছাঁটাই বাতিল। পূর্বে ইস্যু হওয়া সব ভিসাও বাতিল বলে গণ্য হবে। বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।
--
পাকিস্তান হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের বহিষ্কার
--
দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের 'পারসোনা নন গ্রাটা' ঘোষণা করা হয়েছে। তাঁদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। একইভাবে ভারতীয় উপদেষ্টারাও ইসলামাবাদ থেকে প্রত্যাহার করা হবে।
--
হাইকমিশনের কর্মী সংখ্যা কমানো
--
উভয় দেশের হাইকমিশনের মোট কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। এই পরিবর্তন ১ মে ২০২৫-এর মধ্যে কার্যকর হবে।
এর আগে, পহেলগাঁও মামলায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ফের সার্জিক্যাল স্ট্রাইকের জল্পনাও উসকে দিয়েছিলেন তিনি। রাজনাথ বলেন, 'যেকোনও পরিস্থিতি জন্য তৈরি ভারত।জঙ্গিদের কাউকে রেয়াত করা হবে না। যোগ্য় জবাব দেওয়া হবে'। আগামীকাল, বুধবার পহেলগাঁও ইস্যুতে সর্বদলীয় বৈঠক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)