জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আগামীকাল, বুধবার শেষ হচ্ছে 'পারস্পরিক শুল্ক' স্থগিতের সময়সীমা। আজ, মঙ্গলবার গভীর রাতেই কি চূড়ান্ত হয়ে যাবে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি? সূত্রের খবর তেমনই।
সূত্রের খবর, আপাতত এই বাণিজ্যিক চুক্তির বাইরে থাকবে ডেয়ারি ও কৃষিজাত পণ্য। তবে ফল ও ভুট্টার মতো পণ্যের ক্ষেত্রে বাজার খুলে দিতে ভারত। চিনের সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্যিক সেরে ফেলেছে আমেরিকা। এবার নজরে ভারত। খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পই জানিয়েছিলেন, 'আমরা সবে মাত্র চিনের সঙ্গে চুক্তি করলাম। পরেরটাই হয়তো হবে ভারতের সঙ্গে। খুব বড় চুক্তি হবে সেটা'। আশা প্রকাশ করেছিলেন যে, বাণিজ্যচুক্তি হলে আমেরিকার বাজার খুলে দেবে ভারত। সম্ভাব্য সেই চুক্তির রূপরেখা নিয়ে অবশ্য কিছু জানাননি তিনি।
এদিকে কূটনৈতিক এবং বণিকমহলের একাংশের মত ছিল, পথে 'কাঁটা' অনেক। সেক্ষেত্রে চিনের মতো হয়তো দ্রুত আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে পারবে না ভারত। বাধা হতে পারে গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক। তবে বুধবার সময়সীমা শেষ হলেও তার পরেই বর্ধিত শুল্ক প্রযুক্ত হচ্ছে না। মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক বলেন, 'নতুন হারে শুল্ক ১ অগস্ট থেকে কার্যকর হবে'।
আরও পড়ুন: Indigo: ফিরল আমদাবাদের স্মৃতি! টেক অফের পরই বিগড়োল ইন্ডিগোর বিমান...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)