জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচ-পাঁচটা পাক যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়েছে (5 Pak Fighter Jets Shot Down)। গুলি করে নামানো হয় অপারেশন সিঁদুরে (Operation Sindoor)। স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান (Indian Air Chief Marshal)। এই প্রথম ভারতের তরফে স্পষ্ট করা হল অপারেশন সিঁদুরে কতগুলি পাক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।
ভারতীয় বায়ুসেনা এপি সিং প্রধান শনিবার সকালে জানান, অপারেশন সিঁদুরের সময় গুলি করে নামানো হয়েছিল ৫টি পাক যুদ্ধবিমান। সেইসঙ্গে আরও একটি বড় মাপের 'উড়ান'ও (large aircraft) ধ্বংস করা হয়েছে। ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের কতটা সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার পরিসংখ্যান দিতে গিয়েই একথা বলেন ভারতীয় বায়ুসেনা প্রধান।
তিনি বলেন যে 'বিগ বার্ড'কে গুলি করে নামিয়ে ধ্বংস করা হয়, তা আসলে একটি AWACS বা এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কনট্রোল সিস্টেম। বেঙ্গালুরুতে এয়ার মার্শাল লক্ষ্মণ মাধব কাটরের বার্ষিক স্মরকণসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান এয়ার চিফ মার্শাল এপি সিং পাক যুদ্ধবিমান ধ্বংসের কথা জানান। একইসঙ্গে প্রকাশ করেন পাকভূমিতে জঙ্গিঘাঁটি ধ্বংসের ছবিও।
'টার্গেটেড' জঙ্গিঘাঁটিগুলির স্যাটেলাইট ছবির দিকে নির্দিষ্ট করে এপি সিং বলেন, "এগুলো জেইএম সদর দফতর বাহাওয়ালপুর আমাদের করা ক্ষতির আগের এবং পরের ছবি... এখানে খুব কমই কোনও কো-ল্যাটেরাল ড্যামেজ আছে... সংলগ্ন ভবনগুলি মোটামুটি অক্ষত... আমাদের কাছে যে শুধু কেবল স্যাটেলাইট ছবি-ই আছে তা নয়, স্থানীয় মিডিয়া থেকেও ছবি পেয়েছি। যার মাধ্যমে আমরা ভিতরের ছবি দেখতে পারি।"
তিনি জানান, পহেলগাঁও হামলার বদলায় ভারত অপরেশন সিঁদুর করে। ২৬ জন নিরীহ পর্যটককে খুনের উপযুক্ত শিক্ষা দিতে ভারত ৯টি জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত। ১০০-র বেশি জঙ্গি নিকেশ করে।