Operation Sinddor: ভারতের প্রত্যাঘাত! অপারেশন সিঁদুর (Operation Sindoor)! পহেলগাঁওয়ের বদলা! হাহাকার পাকিস্তানে। ভারতের বিরুদ্ধে সমস্ত কৌশল ব্যর্থ। পাক মূল ভূ-খণ্ডে ও পাক অধিকৃত কাশ্মীরে লস্করের সদর দফতর সহ লস্কর ও জইশের ৯ জঙ্গিঘাঁটি ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা-বায়ুসেনা। আর তারপরই পালটা ভারতের মাটিতে আঘাত হানতে চেষ্টা করেছিল পাকিস্তান (India Pakistan War)। সেই চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে ভারত। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে পাকিস্তানের যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানি যুদ্ধবিমান JF-17 কে (Pakistan Fighter Jet) পুলওয়ামার পাম্পোর শহরে ভারতীয় সেনা গুলি করে নামিয়েছে বলে খবর।
পাক যুদ্ধবিমান গুলি করে নামাল ভারত!
সূত্র মারফত জানা যাচ্ছে, পাকিস্তান ও PoK-তে পহেলগাঁও হামলায় জড়িত ৯ জঙ্গি ডেরায় ভারতের 'Precison Attack' বা নির্ভুল আঘাতের পরই পাকিস্তানের তরফে পালটা ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করা হয়। যে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। পুলওয়ামা জেলার পাম্পোরে শহরের ইউয়ান এলাকায় গুলি করে নামানো হয় পাক যুদ্ধবিমান JF-17 কে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঘুরছে সেই ছবি। যেখানে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে পড়ে রয়েছে একটি যুদ্ধবিমানের কাঠামোর মতো ধ্বংসাবশেষ। আর কয়েকজন দমকলকর্মী সেই আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এই নিয়ে ভারতীয় সেনার তরফে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।
অপারেশন সিঁদুর!
উল্লেখ্য, বুধবার মাঝরাতে, রাত পৌনে ২টো নাগাদ ভারতীয় সেনা 'অপারেশন সিঁদুর' শুরু করে। অপারেশন সিন্দুরে জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দিতে ভারত মূলত ব্যবহার করেছে হ্যামার ও স্কাল্প (HAMMER and SCALP)। খুব নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই স্কাল্প মিসাইল। আর হ্যামার হচ্ছে বোমা। ২০১৯-এ সার্জিক্যাল স্ট্রাইকের পর জঙ্গিদমনে পাক মাটিতে ফের ভারতের প্রত্যাঘাত। মোদী-ডোভালের নিঁখুত-নির্ভুল কৌশলে কাৎ পাকিস্তান। পহেলগাঁওয়ের হতভাগ্য পরিবারগুলোও এই অপারেশনকে সাধুবাদ জানিয়েছেন। বলছেন, তাঁরা বিচার পেলেন! সরকারের পাশে বিরোধীরাও। ভারতের প্রত্যাঘাত, ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা বিরোধীদেরও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)