Operation Sindoor Day 2: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। ভারতের হয়ে অপারেশেনের নেতৃত্ব দিয়েছে রাফাল জেট (India's Rafale)। চর্চায় রয়েছে রাফাল থেকে নিক্ষেপ করা স্ক্যাল্প মিসাইল এবং হ্যামার বোমার নিখুঁত নিশানা। কিন্তু এই সামরিক অভিযানেই অভিষেক হয়েছে ভারতে তৈরি আত্মঘাতী ড্রোনের। যা 'কামিকাজি' (Swadeshi Kamikaze Drones) নামেও পরিচিত। রইল ভারতীয় সেনার নতুন অস্ত্রের চমকানো কর্মক্ষমতা।
আরও পড়ুন: লাদেন থেকে কাসভ, আল-কায়েদা বা লশকর...ভারতীয় সেনা গুঁড়িয়েছে সন্ত্রাসের আঁতুড়ঘর!
আত্মঘাতী ড্রোন
ইজরায়েলের এলবিট সিস্টেমসের সহযোগিতায় বেঙ্গালুরু-ভিত্তিক আলফা ডিজাইন (ADTL) দ্বারা তৈরি এই স্কাইস্ট্রাইকার 'আত্মঘাতী ড্রোন'। জম্মু ও কাশ্মীরে অপারেশন সিন্দুরের সময়ে ভারতীয় সেনা যা কাজে লাগিয়েছে। শত্রুর লক্ষ্যবস্তু সনাক্ত এবং আঘাত করার জন্য ডিজাইনড এই ড্রোনগুলি। ৫ কেজি গোলাবারুদ বহনে সক্ষম এই ড্রোনগুলি ডিরেক্ট-ফায়ার এরিয়াল প্রিসিশন রয়েছে। আকাশে ১০০ কিলোমিটার রেঞ্জের মধ্যে নিখুঁত নিশানায় টার্গেট করতে পারে। ২০২১ সালে ভারতীয় সেনা ১০০টি এই ড্রোন কেনরা চুক্তি করেছে।
কামিকাজি ড্রোন
সন্ত্রাসবিরোধী অভিযানে, বিশেষ করে পাকিস্তান-অধিকৃত অঞ্চলে সীমান্তের ওপারে পরিকাঠামো লক্ষ্য করে স্কাইস্ট্রাইকারদের কার্যকর ভাবে মোতায়েন করা হয়েছিল। কামিকাজি ড্রোন নামে পরিচিত এই আত্মঘাতী ড্রোনগুলি সাশ্রয়ী এবং দূরপাল্লার হামলা চালাতে সক্ষম। এগুলি অনুসন্ধান-ধ্বংস মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সন্ত্রাস-বিরোধী এবং শত্রু ড্রোন, রাডার সিস্টেম এবং লঞ্চ প্যাডের মতো হুমকির পেলে গুলি চালাতে পারে।
স্কাইস্ট্রাইকার
স্কাইস্ট্রাইকার দেওয়া হয় বিশেষ বাহিনী সহ সৈন্যদের। রিয়াল-টাইম গোয়েন্দাগিরি পরিচালনা এবং কর্মীদের ঝুঁকির মুখে না ফেলে সরাসরি হামলা চালানোর ক্ষমতা প্রদান করে। তবে, ভারত আনুষ্ঠানিকভাবে এই ড্রোন মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি।
আরও পড়ুন: রাফাল বনাম এফ-সিক্সটিন; এগিয়ে কোন দেশের যুদ্ধবিমান? বিভ্রান্ত না-হয়ে জানুন বিশদে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)