Home> দেশ
Advertisement

Indian Rail: টিকিট বুকিং থেকে খাবারের অর্ডার, রেল যাত্রীদের জন্য চালু হল নতুন অ্যাপ RailOne

RailOne App: রেল যাত্রীদের জন্য সব পরিষেবা একসঙ্গে দেবে রেলের এই অ্যাপ। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টেরে মিলবে এই অ্যাপ

Indian Rail: টিকিট বুকিং থেকে খাবারের অর্ডার, রেল যাত্রীদের জন্য চালু হল নতুন অ্যাপ RailOne

অয়ন ঘোষাল: রেল যাত্রীর জন্য চালু হল ভারতীয় রেলের স্বয়ং সম্পূর্ণ অ্যাপ রেল ওয়ান(RailOne)। পুরোনো সমস্ত অ্যাপ উইন্ডো এবং নতুন ৪ টি ফিচার যোগ করে রেল যাত্রীদের সমস্ত পরিষেবাকে এক ছাতার তলায় অর্থাৎ অ্যাপের অধীনে নিয়ে এল ভারতীয় রেল(Indian Rail)। 

কী আছে এই অ্যাপে

রেল মদত

অভিযোগ এবং পরামর্শ জানানোর জন্য। 

রেল কানেক্ট

ট্রেনের সময়সূচি জানার জন্য। 

UTS মোবাইল 

অসংরক্ষিত টিকিট
সংরক্ষিত বা রিজার্ভ টিকিট
প্ল্যাটফর্ম টিকিট

সার্চ ইয়োর ট্রেন

ভ্রমণের পরিকল্পনা করার জন্য

ট্র্যাক ইয়োর ট্রেন

ট্রেনটি এই মুহুর্তে কোথায় আছে জানার জন্য

PNR স্টেটাস 

ট্রেনের কোচ পজিশন বা কোচ বিন্যাস

ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে বা কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে

আরও পড়ুন-বেড়াতে গিয়ে ভারী বৃষ্টি ও প্রবল বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু পাকিস্তানে! দেশ জুড়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা...

আরও পড়ুন-ট্রাম্পের আমেরিকায় টার্গেট হিন্দুরা? ইসকন মন্দিরে চলল এলোপাথারি গুলি...

রাত ১২ টা ২০ থেকে পরের রাত ১১ টা ৪৫ পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে।  রাত ১১ টা ৪৫ থেকে ১২ টা ২০ পর্যন্ত অর্থাৎ ৩৫ মিনিট এই অ্যাপ মেন্টেনেন্স এর জন্য বন্ধ থাকবে। তখন এই অ্যাপের কোনো পরিষেবা পাওয়া যাবে না। 

অ্যাপ বন্ধ থাকার সময়েও এর UTS সিস্টেম সচল থাকবে এবং তখন শুধুমাত্র অসংরক্ষিত টিকিট এই অ্যাপের মাধ্যমে কাটা যাবে। অর্থাৎ অ্যাপের অসংরক্ষিত টিকিট কাটার পরিষেবা ২৪ ঘণ্টা চালু থাকবে। 

এই অ্যাপ এর মাধ্যমে রিফান্ড ক্লেম করা যাবে অর্থাৎ জার্নি বাতিল করলে যাত্রী এই অ্যাপের মাধ্যমে টাকা ফেরত চাইবেন। 

ট্রাভেল ফিড ব্যাক, সাজেশন এবং কমপ্লেন বক্স পরিষেবা পাওয়া যাবে এই অ্যাপে। 

এই অ্যাপের মাধ্যমে ড্যাশ বোর্ড এবং পার্সেল বুকিং করা যাবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More