ওয়েব ডেস্ক: ভারতীয় রেলে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণের অঙ্ক দ্বিগুন করে দেওয়া হল। রেল দুর্ঘটনায় মৃত বা আহত ব্যক্তিদের ক্ষেত্রে এই বর্ধিত ক্ষতিপূরণের অঙ্ক লাগু হবে ২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গতকাল ঠিক এমনটাই জানিয়েছেন রেল মন্ত্রকের মুখপাত্র অনিল সাক্সেনা।
বর্তমানে, রেল দুর্ঘটনায় কেউ প্রাণ হারালে তাঁর পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে ভারতীয় রেলের তরফ থেকে। কিন্তু নতুন নিয়ম অনুসারে, আগামী বছরের প্রথম দিন থেকে এই ক্ষতিপূরণের অঙ্ক বেড়ে হবে ৮ লক্ষ টাকা। ১৯৯০ সালের 'রেলওয়েজ অ্যাক্সিডেন্টস অ্যান্ড আনটুওয়ার্ড ইনসিডেন্টস (কমপেনসেশন)' আইনকে সংশোধনের মাধ্যমে নতুন বর্ধিত ক্ষতিপূরণের মাত্রা নির্ধারিত হল। উল্লেখ্য এর আগে ১৯৯৭ সালে শেষ বারের মতো এই আইন সংশোধীত হয়েছিল।