Home> দেশ
Advertisement

Indian Rupee: দেশের অর্থনীতিতে জোর ধাক্কা, রেকর্ড পতন হল টাকার দামে

সোমবার বাজার খুলতেই শেয়ার সূচক ছিল অনেকটাই নীচে

Indian Rupee: দেশের অর্থনীতিতে জোর ধাক্কা, রেকর্ড পতন হল টাকার দামে

নিজস্ব প্রতিবেদন: দেশের অর্থনীতিতে জোর ধাক্কা। রেকর্ড পতল হল টাকার দামে। ভারতীয় রুপির তুলানায় ডলারের দাম বেড়ে হল ৭৭.৪২ টাকা। সোমবার ডলারের তুলনায় টাকার দাম কমল ৫১ পয়সা।

এদিন বাজার খুলতেই ১ ডলারের দাম ছিল ৭৭.১৭ টাকা। এর আগে মার্চ মাসে টাকার দাম কমে হয়েছিল ৭৬.৯০ টাকা। সেবার ডলারের তুলনায় দাম কমেছিল ৫৫ পয়সা।

এদিকে, সোমবার বাজার খুলতেই শেয়ার সূচক ছিল অনেকটাই নীচে। দুপুর আড়াইটে নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জে ০.৫৯ শতাংশ বা ৩২২.২৩ পয়েন্ট পতন হয়। এর জেরে সেনসেক্স গিয়ে ঠেকে ৫৪,৫১৩.৩৫ পয়েন্টে। নিফটিও ০.৬৩ শতাংশ বা ১০৩.২০ পয়েন্ট পড়ে যায়। এর জেরে নিফটি গিয়ে পৌঁছয় ১৬,৩০৮.০৫ পয়েন্টে।

আরও পড়ুন-তৃণমূলের যোগসাজশেই নোবেল পদক চুরি হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ রাহুল সিনহার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More