Home> দেশ
Advertisement

Indias Hyperloop Train: দিল্লি থেকে জয়পুর মাত্র ৩০ মিনিটে, ভারতের মাটিতে দৌড়বে হাইপারলুপ ট্রেন, তৈরি টেস্ট ট্র্যাক

Indias Hyperloop Train: পরিবহনের একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি এটি। এক্ষেত্রে ট্রেন দৌড়বে একটি বায়ুশূন্য টিউবের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন হাইপারলুর ট্রেনে ভ্রমণ খুবই নিরাপদ

Indias Hyperloop Train: দিল্লি থেকে জয়পুর মাত্র ৩০ মিনিটে, ভারতের মাটিতে দৌড়বে হাইপারলুপ ট্রেন, তৈরি টেস্ট ট্র্যাক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের রাস্তায় চলবে হাইপারলুপ ট্রেন। এই ট্রেনের গতি হবে বুলেট ট্রেনের থেকেও বেশি। দিল্লি থেকে জয়পুর পৌঁছতে লাগবে মাত্র ৩০ মিনিট। অত্যন্ত গতিশীল ওই ট্রেন দৌড়বার জন্য টেস্ট ট্র্যাক তৈরি হয়ে গিয়েছে। ওই টেস্ট ট্র্যাক তৈরি করেছে আইআইটি মাদ্রাজ। এই ট্র্যাকের দৈর্ঘ ৪১০ মিটার। এনিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছে রেল মন্ত্রক।

হাইপারলুপ কী

পরিবহনের একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি এটি। এক্ষেত্রে ট্রেন দৌড়বে একটি বায়ুশূন্য টিউবের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন হাইপারলুর ট্রেনে ভ্রমণ খুবই নিরাপদ। হাইপারলুপের পরীক্ষা যদি সফল হয়ে যায় তাহলে দেশের পরিবহনের চিত্রটাই বদলে দেবে এই হাইপারলুপ ট্রেন।

গতি কত

হাইপারলুপ ট্রেন দৌড়তে পারবে ঘণ্টায় ১১০০ কিলোমিটার বেগে। আপাতত বুলেট ট্রেন দৌড়তে পারে ৪৫০ কিলোমিটার বেগে। তবে হাইপারলুপ সেই সময় একধাক্কায় অনেকটাই কমিয়ে আনবে। সে ক্ষেত্রে দিল্লি থেকে জয়পুর যেতে সময় লাগবে মাত্রা আধঘণ্টা। আপাতত হাইপারলুপের ট্রায়াল সফল হলে তা গোটা দেশের চালু করা হবে।

আরও পড়ুন-মীন থেকে কুম্ভে বক্রী হবেন শনি! এর জেরে সৌভাগ্যের সুনামিতে ভেসে যাবেন এই কয়েকটি রাশি! অর্থ-মান-যশে...

আরও পড়ুন-তোলপাড় শক্তিগড়, ল্যাংচা খেয়ে, ফেরার পথে নিয়ে যাওয়ার শপথ নিয়ে ব্রিগেডমুখী জনতা

বদলে যাবে পরিবহণের ধরন

হাইপারলুপ চালু হলে পরিবহণের চেহারাটাই বদলে যাবে দেশজুড়ে। এই প্রযুক্তি শুধুমাত্র প্রবল গতি সম্পন্নই নয়, বিদ্যুত্ বাঁচাতেও সক্ষম। পরিবেশ বান্ধবও। ভারত-সহ দুনিয়ার গুটিকয় দেশ এই প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। চিন ও জাপানের মতো দেশও হাইপারলুপের উপরে কাজ করছে। চিনের টি-ফাইট ম্যাগলেভ ট্রেনের উপরে কাজ চলছে। এটি সফল হলে এটির গতি হবে ঘণ্টা হাজার কিলোমিটার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More