Home> দেশ
Advertisement

India on Election in Bangladesh: যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক বাংলাদেশে, বড় বার্তা ভারতের!

India on Election in Bangladesh:  'বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট;', জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

India on Election in Bangladesh: যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক বাংলাদেশে, বড় বার্তা ভারতের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনক্ষণ ঘোষণা হয় এখনও, তবে তোড়জোড় শুরু হয়ে দিয়েছে। 'যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক বাংলাদেশ', ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র  রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন:  Students end their life in academic pressure: শাইন করতেই হবে! ইঁদুরদৌড়ে ক্লান্ত আশা, তেজস্বিনীও, ঝরে গেল ২ তরতাজা প্রাণ... ভাবুন

আজ, বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলনে রণধীর বলেন,  'বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা ধারাবাহিকভাবে তা বলে আসছি, বাংলাদেশ উচিত যত তাড়াতাড়ি সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছা ও রায় প্রতিষ্ঠা করা'।

বছর ঘুরে গেল। গত বছরে জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্য়ুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। মুজিব কন্যা যখন ভারতের আশ্রয়ে, তখন ওপার বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার চলছে।  সরকারেরই প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। নির্বাচন কবে? দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউনূস।

রবিবার ১০টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে করেন ইউনূস। বৈঠকে ছিলেন  নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা কোনওভাবেই তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না এবং তিনি অন্তর্বর্তী সরকারের সময় আর বাড়াতে চান না। এপ্রিলের পর নির্বাচন বিলম্বিত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন'। 

আরও পড়ুন:  Bengaluru youth burgling houses: অবিশ্বাস্য! ৩ স্ত্রী, ৯ সন্তান, সংসার চালাতে নিজের নাবালক ছেলেকেই 'ডাকাত' বানালেন যুবক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More