জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই দেশজুড়ে মকড্রিল। 'ভারতের জল ভারতের স্বার্থেই ব্যবহার করা হবে', সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদী। বললেন, 'ইদানিং জল নিয়ে খুব আলোচনা চলছে'।
মোদী বলেন, 'আগেও ভারতের হকের জল দেশের বাইরে চলে গিয়েছে। এখন ভারতের জল ভারতের জন্যই বইবে। ভারতের সুবিধার জন্য সংরক্ষণ করা হবে। ভারতের উন্নতিতেই ব্যবহার করা হবে'।
ঘটনাটি ঠিক কী? কাশ্মীরে গণহত্যা। জঙ্গি হামলার নিহত ২৬ জন পর্যটক। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে এবার জলের মারার কৌশল নিয়েছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। শুধু তাই নয়, চেনাব নদীর উপরে সালাল বাঁধের সবকটি গেটও বন্ধ। আর তাতেই সংকটে পড়েছে পাকিস্তান। পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইসলামবাদ।
সম্প্রতি বিলওয়াল ভুট্টো বলেছেন, 'হয় আমাদের জল বইবে, নাহলে রক্তগঙ্গা বইবে'। তাঁর দাবি, সিন্ধু সভ্যতার সত্যিকারের উত্তরাধিকার পাকিস্তান। কারণ পাকিস্তানেরই লারকানা জেলায় অবস্থিত সিন্ধু সভ্যতার প্রধান ২ জনপদ হরপ্পা ও মহেঞ্জোদাড়ো। তাই সিন্ধুর জলে সম্পূর্ণ অধিকার রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিজমিতে সিন্ধু নদ-ই জলের মূল উৎস। এখন ভারত সিন্ধুর জল দেওয়া বন্ধ করে দিলে জলের অভাবে খরা দেখা দিতে পারে পাকিস্তানে!
আরও পড়ুন: Mock Drill: মক ড্রিলে ঠিক কী কী ঘটবে? বাড়িতে টর্চ, মোমবাতি, টাকা রাখুন! ব্ল্যাকআউট হবে কলকাতাও?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)