জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিগো ফ্লাইটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৬০ জন যাত্রী।
আজ ২৩জুলাই, বুধবার দিল্লি বিমানবন্দরে একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট টেক-অফ করার ঠিক আগে আগুন ধরে যায়। ফ্লাইটে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। জানা গেছে, ফ্লাইটটি টেক-অফ করার জন্য রানওয়েতে এগোচ্ছিল। ঠিক সেই সময় এর ইঞ্জিনে আগুন লেগে যায়। বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
পাইলটের 'মেডে' কল:
বিমানের পাইলট দ্রুত পরিস্থিতি সামলে নেন। তিনি সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে 'মেডে' (জরুরি অবস্থা) কল পাঠান। এটিসি দ্রুত পদক্ষেপ নেয় এবং দমকল বাহিনীকে খবর দেয়।
সকল যাত্রী সুরক্ষিত:
সময় মতো পদক্ষেপ নেওয়ায় একটি বড় বিপদ এড়ানো গেছে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। বিমানের সকল যাত্রী এবং ক্রু সদস্যকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। কারও কোনও ক্ষতি হয়নি। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আবার যান্ত্রিক ত্রুটি:
গতকাল অর্থাত্ মঙ্গলবার, দোহাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে কালিকট থেকে টেক-অফের পরপরই ফিরে এল। কালিকট থেকে দোহাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট টেক-অফের অল্প সময়ের মধ্যেই কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। এর কারণ ছিল একটি যান্ত্রিক ত্রুটি।
ফ্লাইট IX 375-এ ১৮৮ জন যাত্রী ছিলেন। বিমানটি সকাল ৯:০৭ মিনিটে যাত্রা শুরু করে এবং সকাল ১১:১২ মিনিটে ফিরে আসে। যাত্রীদের জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের জলখাবারও দেওয়া হয়েছিল।
এই ঘটনাটি এমন এক দিনে ঘটল যখন হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লির আইজিআই বিমানবন্দরে অবতরণের পর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (APU) আগুন লেগেছিল। ফ্লাইট AI 315-এর APU-তে আগুন লেগেছিল যখন বিমানটি গেটে পার্ক করা ছিল এবং যাত্রীরা নামছিলেন; APU স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছিল এবং কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। সেই বিমানটি বর্তমানে প্রযুক্তিগত মূল্যায়নের জন্য গ্রাউন্ডেড আছে।
এছাড়াও, সোমবার দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট (AI2403) যান্ত্রিক ত্রুটির কারণে টেক-অফ বাতিল করেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)