জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রযুক্তিগত ত্রুটি! মাঝ আকাশে হঠাত্ কেঁপে উঠল বিমান। বেজে উঠল অ্যালার্ম। টেক অফের কিছুক্ষণ পরে ইন্দৌর বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর উড়ান। আতঙ্কিত যাত্রীরা।
সকালের উড়ান। তবে নির্ধারিত সময়ের কিছুটা আগেই ইন্দৌরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর থেকে ছত্তীশগড়ে রাইপুরের উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমানটি। যাত্রী ছিলেন ৫১ জন। কিন্তু টেক অফের আধ ঘণ্টা পরই বিপত্তি। আকাশপথে ইন্দৌর তখন একশো কিমি দূরে। মাঝ আকাশে হঠাত্ কেঁপে ওঠে বিমান। স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিপদ সংকেত পৌঁছে যায় ককপিটেও। অ্যালার্ম বেজে উঠতেই ইন্দৌরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি অবতরণে অনুমতি চান তিনি। এরপর নিরাপদে বিমানটিকে ফিরিয়ে আনা হয় ইন্দৌরে বিমানবন্দরে। যাত্রীদের নামিয়ে বিমানটি পরীক্ষার কাজ শুরু হয়। কোনও ঝুঁকি না নিয়ে অবশ্য বিমানটি বাতিল করে দিয়েছে ইন্ডিগো।
এবার কিন্তু প্রথম নয়। দিন পনেরো আগেই ইন্দৌর থেকে ভুবনেশ্বরগামী ইন্ডিগোর একটি বিমান রানওয়ে থেকে ফিরিয়ে আনতে হয়েছিল। কারণ, সেই প্রযুক্তিগত ত্রুটি। ওই বিমানে ৮০ জন যাত্রী ছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)