Home> দেশ
Advertisement

ইন্ডিগোর বিমান টিকিটে আকর্ষণীয় অফার

পুজোয় কাছে পিছে কোথাও ঘুরতে যেতে চান? অথচ আপনার বাজেটও বিশেষ নয়? তাহলে আপনার জন্য সুখবর। বিমানের টিকিটে আকর্ষণীয় অফার দিচ্ছে ইন্ডিগো। ডিসকাউন্ট অফার ৯০০ টাকা থেকে শুরু হচ্ছে। তবে এই অফার নির্দিষ্ট কিছু রুট এবং লিমিটেড কয়েকটি সিটের জন্যই প্রযোজ্য।

ইন্ডিগোর বিমান টিকিটে আকর্ষণীয় অফার

ওয়েব ডেস্ক: পুজোয় কাছে পিছে কোথাও ঘুরতে যেতে চান? অথচ আপনার বাজেটও বিশেষ নয়? তাহলে আপনার জন্য সুখবর। বিমানের টিকিটে আকর্ষণীয় অফার দিচ্ছে ইন্ডিগো। ডিসকাউন্ট অফার ৯০০ টাকা থেকে শুরু হচ্ছে। তবে এই অফার নির্দিষ্ট কিছু রুট এবং লিমিটেড কয়েকটি সিটের জন্যই প্রযোজ্য।

কোচি-থিরুবনন্তপুরম, জয়পুর-দিল্লি, গুয়াহাটি-বাগডোগরা, চণ্ডীগড়-শ্রীনগর রুটে বিমান যাত্রা করতে পারবেন এই ৯০০ টাকার অফারে।

আরও পড়ুন এমন মুরগি সম্ভাবত আপনি জীবনে দেখেননি

হায়দরাবাদ-কোয়েম্বাটোর এবং দিল্লি-দেরাদুন যাত্রার ভাড়া শুরু হচ্ছে ১ হাজার ২৯৯ টাকা থেকে।

হায়দরাবাদ-গোয়া টিকিটের ভাড়া শুরু হচ্ছে ১ হাজার ৬৯৯ টাকা থেকে। এছাড়া দিল্লি-ভদোদরা রুটের ভাড়া চালু হতে চলেছে ২ হাজার ৫৯৯ টাকায়।

আরও পড়ুন ধোনির বায়োপিক নিয়ে বোম ফাটালেন গম্ভীর!

Read More