জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের জঙ্গি হামলার আশঙ্কা কাশ্মীরে (Kashmir)। গোয়েন্দা সূত্র বলছে, এবার জঙ্গি হামলার আশঙ্কা (Terror Attack) কাশ্মীরের জেলগুলিতে। আর এই সতর্কবার্তা পাওয়ার পরই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করা হয়েছে জম্মু-কাশ্মীরের জেলগুলিতে (Jammu Kashmir Jail)। জম্মু কাশ্মীরের জেলগুলিতে বর্তমানে বহু হাইপ্রোফাইল জঙ্গি ও তাদের সহযোগীরা বন্দি। এইসব সহযোগীরা সরাসরি হামলায় জড়িত না থাকলেও, বিভিন্ন সময়ে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল বলে উঠে এসেছে তদন্তে। পাশাপাশি জঙ্গিদের সেফ প্যাসেজ দেওয়া থেকে লজিস্টিক সহায়তাও প্রদান করেছিল। গোয়েন্দা সূত্র বলছে, সেইসব জঙ্গিদের ছাড়াতেই এবার জম্মু-কাশ্মীরের জেলগুলিতে হামলা চালাতে পারে জঙ্গিরা। আর এই স্লিপার সেল যে কতটা ভয়ংকর, তার প্রমাণ পহেলগাঁও হামলা!
গোয়েন্দা সূত্রে হাই অ্যালার্ট!
গোয়েন্দা তথ্য বলছে, শ্রীনগর কেন্দ্রীয় কারাগার এবং জম্মুর কোট বালওয়াল কারাগারের মতো হাই-সিকিওরিটি জেলগুলি এবার হামলার লক্ষ্য হতে পারে। গোয়েন্দা সতর্কতার পরই জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনও অপ্রীতিকর ঘটনা রোধে আঁটসাট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সূত্রের খবর, পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সিআইএসএফ-এর ডিরেকটর। প্রসঙ্গত ২০২৩ -এর অক্টোবরে সিআরপিএফের কাছ থেকে জম্মু ও কাশ্মীরের জেলগুলির নিরাপত্তার দায়িত্ব নেয় সিআইএসএফ।
দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে জঙ্গিরা!
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর ইতিমধ্যেই NIA তদন্তে উঠে এসেছে যে, জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে থাকতে পারে। এমনকি তদন্তে এও উঠে এসেছে যে, পহেলগাঁওয়ের পাশাপাশি আরও ৩ জায়গায় রেইকি চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, হামলার এক সপ্তাহ আগে ১৫ এপ্রিলের দিকে জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স (OGWs) বলে একটি নেটওয়ার্ক তাদের আশ্রয়, গোপন তথ্য সরবরাহ সহ স্থানীয় বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদান করে। চারটি গুরুত্বপূর্ণ OGW-এর সহায়তায় আক্রমণকারীরা বৈসরন উপত্যকায় পর্যটকদের যাতায়াত জরিপ করে কমপক্ষে ২ দিন ধরে। পাশাপাশি আরও ৩ জায়গা আরু উপত্যকা, বেতাব উপত্যকা এবং একটি স্থানীয় বিনোদন পার্কেও রেইকি চালায়। শেষপর্যন্ত তুলনামূলকভাবে কম নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলার টার্গেট হিসেবে বৈসরন উপত্যকাকে বেছে নেয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)