জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ৪১ পর কোনও ভারতীয় নভোশ্চর মহাকাশের উদ্দেশে রওনা হয়েছেন। তা নিয়ে ভারতবাসীর গর্বের শেষ নেই, অন্ত নেই কৌতুহলেরও। হওয়ারই কথা। অ্যাক্সিয়ম স্পেস মিশনের (NASA Axiom Mission 4) আগে সাত বার শুভাংশুদের মহাকাশ অভিযান পিছিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ২৫ জুন সকালে চারজনের টিম পাড়ি দিয়েছে মহাকাশে। শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) এবং তাঁর তিন সঙ্গীর মহাকাশে গিয়েছেন।
আসলে মহাকাশচারীদের মহাকাশে যাওয়ার আগে কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় এবং তারা যখন ফিরে আসেন তখনও পৃথিবীর পরিবেশের মানিয়ে নেওয়ার জন্য একই সময় ও নিয়মে থাকার প্রয়োজন হয়। অ্যাক্স-৪ মিশনের ক্রুরা দুই সপ্তাহ মহাকাশে থাকবে। তাই তাদেরও উৎক্ষেপণের কয়েকদিন আগে আইসোলেশনে রাখা হয়। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লাও তাই ছিলেন।
তবে মিশন শুরুর কয়েক ঘণ্টা আগে, তিনি ইনস্টাগ্রামে গিয়ে তার স্ত্রীর জন্য একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। তাঁকে সমর্থন করার জন্য সকলকে, বিশেষ করে তার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানান শুভাংশু। ইনস্টা পোস্টে তিনি লেখেন, "২৫ জুন ভোরে আমরা যখন পৃথিবী ত্যাগ করার পরিকল্পনা করছি, তখন আমি এই মিশনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য এবং দেশের সকল মানুষকে তাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই। এই যাত্রায় আমার ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করা পরিবার এবং বন্ধুদের প্রতি অনেক ধন্যবাদ। কখনও কখনও আপনার কাছের মানুষরা এমন ত্যাগ স্বীকার করেন যা আপনি পুরোপুরি বুঝতে পারেন না কিন্তু তারা আপনার প্রতি তাদের ভালোবাসা থেকে তা করেন"।
এরপর শুক্লা তার স্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে লেখেন, 'তোমার মতো অসাধারণ সঙ্গী পাওয়ায় আমি লাকি @kamnashubha কে বিশেষ ধন্যবাদ।" পোস্টে দেখা যাচ্ছে, দম্পতি একটি কাচের এপারে ও ওপারে। কারণ শুভাংশু আইসোলেশনে ছিলেন এবং স্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়ছেন। শুভাংশু আরও লেখেন, 'তুমি ছাড়া এসব কিছুই সম্ভব ছিল না, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, এসব কিছুরই কোনও মানে থাকত না...।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)