Home> দেশ
Advertisement

এটাই নাকি বিশ্বের সবথেকে বড় কোরান!

সত্যিই এত বড়! তবে এটাই কি বিশ্বের সবথেকে বড় কোরান!

এটাই নাকি বিশ্বের সবথেকে বড় কোরান!

ওয়েব ডেস্ক: সত্যিই এত বড়! তবে এটাই কি বিশ্বের সবথেকে বড় কোরান!

ভদোদরা জামা মসজিদে যে পবিত্র কোরানটি রয়েছে সেটাই নাকি বিশ্বের সবচেয়ে বড় কোরান, এমনটাই দাবি ভদোদরা মসজিদের প্রধানের। কোরানটি লম্বায় ৭৫ ইঞ্চি এবং চওড়ায় ৪১ ইঞ্চি। ৬৩২ পাতার এই কোরানের ওজন ৮০০ কেজি। পবিত্র কোরানটি লেখা হয়েছে স্কটল্যান্ড পেপারে। লিখতে যে কালি ব্যবহার করা হয়েছে তা সুর্মা এবং ময়ূরের পালক দিয়ে তৈরি। এই কোরানের মলাটে রয়েছে নানা মূল্যবান পাথার।

এছাড়াও মলাটের ওপর বসানো রয়েছে সোনা ও রূপোর তৈরি পাতা। গোটা ধর্মগ্রন্থটিতে রয়েছে সোনার প্রলেপ।

fallbacks

Read More