জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীর ভারতেরই? অখণ্ড কাশ্মীর এবার থেকে ভারতের? এমন একটা প্রশ্ন উঠছে। উঠছে, যে-সে কারণে নয়, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং অমিত শাহের কারণে। কেননা, অমিত শাহ হুঙ্কার তুলেছেন--'PoK হামারা হ্যায়! অর্থাৎ, 'পাক অধিকৃত কাশ্মীর আমাদের।'
সম্প্রতি 'রাইজিং ভারতে'র বৈঠক আয়োজিত হয়েছিল। সেই বৈঠকেই এই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। ইঙ্গিত দেন, দ্রুতই তাঁদের সরকার পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নেবে! কবে? না, সেটা স্পষ্ট করেননি তিনি। তবে, সেটা স্পষ্ট না করলেও পাক-অধিকৃত কাশ্মীর তথা PoK-কে ভারতেই জুড়ে নেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেন তিনি, জোর দিয়ে বলেন, পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই!
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবির পরেই সাম্প্রতিক কালের সবথেকে বড় খবরটা এল পাক-অধিকৃত কাশ্মীর থেকে। PoK-র বাসিন্দারা ভারতের সঙ্গে জুড়তে চেয়ে এক নজিরবিহীন পদক্ষেপ করলেন। তাঁদের দাবি-- PoK-এর মাটিকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চালাচ্ছে পাক সরকার। তাই পক-বাসীরা এবার স্পষ্ট জানিয়ে দিলেন, PoK-র মাটিকে সন্ত্রাস ছড়ানোর জন্য পাকিস্তান সরকার ও সেনাকে আর ব্যবহার করতে দেবেন না তাঁরা। স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরাও এককাট্টা হয়ে জানিয়ে দিলেন, কোনও জঙ্গিকে শেষ শ্রদ্ধা জানাতে দেবেন না তাঁরা। এদিকে তাঁদের এই পদক্ষেপ পাক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেখানকার জঙ্গি নেতাদের পায়ের নীচের মাটি কাঁপিয়ে দিয়েছে বলেই শোনা যাচ্ছে।
গত চার বছর ধরেই পাক সেনা ও সরকারের বিভিন্ন নিয়মকানুনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন PoK-র বাসিন্দারা। সরকারের তীব্র দমন-পীড়ন, কোনও কারণ ছাড়াই ধরপাকড় ইত্যাদির প্রতি ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছিলেন তাঁরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এখন পাক সেনা ও PoK-বাসীর পরস্পরের দিকে মারমুখী হয়ে দাঁড়িয়ে রয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)