জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকালে পুরীর রথযাত্রায় পদপিষ্টে মৃত ৩, আহত ৫০। জগন্নাথদেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গভীর শোক প্রকাশ করেছেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে শোক জানিয়ে মুখ্যমন্ত্রী মাঝি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এক্স হ্যান্ডেল তিনি লেখেন, 'প্রভুর দর্শন পেতে লক্ষ লক্ষ ভক্ত এখানে জড়ো হয়েছেন। মারাত্মক ভিড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।'
তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহায়তা ও তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিহত ভক্তদের পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। এমনকী মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্তের জন্য উন্নয়ন কমিশনারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Puri Rath Yatra stampede: Puri District Collector and SP transferred; DCP Vishnu Pati and Commandant Ajay Padhi have been suspended for negligence of duty: Odisha CMO
— ANI (@ANI) June 29, 2025
Odisha CM Mohan Charan Majhi announced a financial assistance of Rs 25 lakh for the next of kin of each… pic.twitter.com/RWSdn3XRYv
মর্মান্তিক এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী বৃহৎ প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে তিনি পুরীর জেলা প্রশাসক (Collector) এবং পুলিস সুপার (SP)-কে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। চঞ্চল রানা নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। পিনাক মিশ্র নতুন পুলিস সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে ডিসিপি বিষ্ণুপতি এবং কমান্ডান্ট অজয় পাহী-কে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, রবিবার ভোর ৪.৩০ নাগাদ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ অবস্থান করছিল। সেই সময় বহু ভক্ত রথের সামনে দাঁড়িয়ে দর্শনের জন্য জড়ো হন। ভিড় ক্রমেই বাড়তে থাকলে, কিছু মানুষ পড়ে যান এবং সেখানে পদপিষ্টের পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন—প্রভাতী দাস, বাসন্তী সাহু এবং ৭০ বছর বয়সী প্রেমকান্ত মহান্তি। জানা গেছে, তিনজনই খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রার জন্য পুরীতে এসেছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)