জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবে জাপান। সাংসদদের প্রতিনিধিদলকে আশ্বস্ত করলেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডো।
সন্ত্রাসবাদের প্রশ্নে বিশ্ব দরবারে পাকিস্তানকে কোণঠাসা করতে তত্পর কেন্দ্র। ৪৮ জন সাংসদকে বিভিন্ন দেশে পাঠিয়েছে কেন্দ্র। আজ, বৃহস্পতিবার প্রথমেই জাপানে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়-সহ প্রতিনিধিদলের সদস্যরা। টোকিওতে গান্ধীমূর্তিতে মাল্যদান করেন তাঁরা। এরপর বিদেশমন্ত্রকের 'ডসিয়ার' টোকিও ভারতীয় দূতাবাসের জাপানের প্রতিনিধিদের আলোচনা শুরু হয়। ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গেও বৈঠক করে ভারতের কেন্দ্রীয় প্রতিনিধিদল। এরপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুরে যাবেন অভিষেক।
এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে থাকবেন? তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু কেন্দ্রের সম্মতির পরেও শেষ মুহূর্তে বহরমপুরে সাংসদের নাম প্রত্যাহার করে নেয় তৃণমূল। এরপর মঙ্গলবার দলের তরফে এক্স হ্যান্ডল পোস্টে জানানো হয়, তৃণমূলের প্রতিনিধি হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নাম বেছে নিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অবস্থান কী, সে কথা স্পষ্ট করে দিতে পারবেন অভিষেক।
আরও পড়ুন: Pakistan: দেশের মাটিতেই খতম ৩২ খতরনাক জঙ্গি, মারল কে? ভেবে কুলকিনারা পাচ্ছে না পাকিস্তান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)