ওয়েব ডেস্ক : ফের জঙ্গি হামলা নিরাপত্তারক্ষী বাহিনীর ওপর। এবার অরুণাচল প্রদেশের ওয়াক্কায়। অসম রাইফেলসের কনভয়ের ওপর জঙ্গি হামলা হল। ঘটনায় শহীদ হয়েছেন অসম রাইফেলসের ২ জওয়ান। আহত হয়েছেন আরও ন'জন। তাদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
জানা গেছে, ভারত মায়ানমার সীমান্ত থেকে কুড়ি কিলোমিটার দূরে ওয়াক্কায় হামলা চালায় জঙ্গিরা। হামলার মুহূর্তের ছবি ধরা পড়েছে একজনের মোবাইলেও। অসমর্থিত সূত্রের খবর, নাগা জঙ্গি গোষ্ঠী NSCN(খাপলাং) ও উলফার পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্যরা রয়েছে হামলার পেছনে।
গত সেপ্টেম্বর মাসে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। তার পর থেকে দফায় দফায় ভারত-পাক সীমান্তে জঙ্গি হামলা চলছে। চলছে পাক অনুপ্রবেশও।