Home> দেশ
Advertisement

গোলাপ ছড়ানো পথে তামিলনাড়ুতে জয়ার শপথ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থ ইনিংস শুরু করলেন জয়ললিতা।  আজ মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের সেন্টিনারি হলে আরও ২৮ বিধায়কের সঙ্গে শপথ নিলেন AIADMK সুপ্রিমো। এবার আম্মার মন্ত্রিসভায় নতুন মুখ তেরোজন। তামিলনাড়ু বিধানসভা ভোটে ২৩৪টি আসনের মধ্যে এবার জয়ললিতার ঝুলিতে গেছে ১৩৪ টি আসন।  আগের বারের তুলনায় কমেছে আসন সংখ্যা। ভোট শতাংশের বিচারেও আম্মার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে DMK।

গোলাপ ছড়ানো পথে তামিলনাড়ুতে জয়ার শপথ

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থ ইনিংস শুরু করলেন জয়ললিতা।  আজ মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের সেন্টিনারি হলে আরও ২৮ বিধায়কের সঙ্গে শপথ নিলেন AIADMK সুপ্রিমো। এবার আম্মার মন্ত্রিসভায় নতুন মুখ তেরোজন। তামিলনাড়ু বিধানসভা ভোটে ২৩৪টি আসনের মধ্যে এবার জয়ললিতার ঝুলিতে গেছে ১৩৪ টি আসন।  আগের বারের তুলনায় কমেছে আসন সংখ্যা। ভোট শতাংশের বিচারেও আম্মার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে DMK।

করুণানিধির দলের সঙ্গে আম্মার প্রাপ্ত ভোটের ফারাক ১.৪ শতাংশের।  ২০১১-র তুলনায় ভোটযুদ্ধে অনেক ভালো ফল করেছে DMK। যদিও, তাতে আম্মা সমর্থকদের মনে এতটুকু চিড় ধরাতে পারেনি। রাস্তার দুধারে দাঁড়িয়ে আম্মার দিকে গোলাপের পাপড়ি ছুঁড়ে অভিনন্দন জানান তাঁরা।

Read More