Home> দেশ
Advertisement

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা লোপের পর সেখানে সম্পত্তি কিনেছেন বাইরের কতজন, জানিয়ে দিল কেন্দ্র

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যেসব জায়গায় ওই ৩৪ জন সম্পত্তি কিনেছেন সেগুলি হল জম্মু, রেসাই, উধমপুর ও গান্ডেলবাল জেলায়

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা লোপের পর সেখানে সম্পত্তি কিনেছেন বাইরের কতজন, জানিয়ে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের বাইরের লোকজন একসময় ওই রাজ্য়ে সম্পত্তি কিনতে পারতেন না। কিন্তু সেই রাজ্যও এখন নেই, সেই আইনও নেই। কারণ জম্মু ও কাশ্মীরে রদ করা হয়েছে ৩৭০ ধারা। কিন্তু ওই ধারা রদের পরে জম্মু ও কাশ্মীরের বাইরের কতজন সেখানে সম্পত্তি কিনেছেন? জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদের সময়ে কেন্দ্রের দাবি ছিল, ওই বিশেষ আইন তুলে নিলে সেখানে অন্যান্য রাজ্যের মানুষজনও সম্পত্তি কিনতে পারবেন। পাশাপাশি উন্নয়নে গতি আসবে। এনিয়ে আজ লোকসভায় বসপা-র এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরের লোক নন এমন মোট ৩৪ জন সেখানে সম্পত্তি কিনেছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যেসব জায়গায় ওই ৩৪ জন সম্পত্তি কিনেছেন সেগুলি হল জম্মু, রেসাই, উধমপুর ও গান্ডেলবাল জেলায়। প্রসঙ্গত, ওইসব এলাকাগুলির অধিকাংশই জম্মু রিজিয়নে। ফলে কাশ্মীরে সম্পত্তি কেনার ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, ২০১৯ সালে ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদ করে কেন্দ্র। পাশাপাশি জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। ফলে জম্মু ও কাশ্মীরের রাজ্য মর্যাদা লোপ পায়। 

আরও পড়ুন-বগটুইকাণ্ডে টানা ৭ ঘণ্টা জেরার মুখে IC, জবাব তলব একাধিক প্রশ্নের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More