Home> দেশ
Advertisement

খারাপ খবর? অর্ধনমিত হল জয়ললিতার দলের পতাকা, চেন্নাই যেন 'শোকের সমুদ্র'

খারাপ খবর? অর্ধনমিত হল জয়ললিতার দলের পতাকা, চেন্নাই যেন 'শোকের সমুদ্র'

 

চেন্নাই: ডিসেম্বর আসলেই মন খারাপ হয় চেন্নাইয়ের। পাশ্চাত্যে যখন 'ফল', তখন ভারতের এই উপকূলও যেন বছরের শেষে সব হারানোর করুণ সুর! বসন্ত আসলেই যেমন পাতা ঝড়তে থাকে প্রকৃতির, চেন্নাইও যেন তার সব জৌলুস হারিয়ে 'ন্যাড়া' হয়ে যায় এই বসন্তেই। আম্মা আর নেই? এখনও সরকারি ঘোষণা হয়নি, টুইটারে শোকাবার্তা ছড়িয়ে পড়ছে ঝড়ের থেকেও বেশি গতিতে। ব্রেকিং। বিগ ব্রেকিং। গোটা দেশ এখন দেখছে চেন্নাইতে অর্ধনমিত হল জয়ললিতার দলের পতাকা। আরও পড়ুন- চুরি গেল উস্তাদ বিসমিল্লাহ খানের পাঁচটি মহামূল্যবান সানাই

 

 

 

তাহলে কি খারাপ খবরটা কি এসেই গেল? না, এখনও নিশ্চিত নয়। হৃদ স্পন্দন বাড়ছে। চোখ থেকে হাত সরছে না। কী করে থামবে এই 'জলপ্রপাত'! কাঁদছে চেন্নাই, মাদুরাই শহর যেন লোকারণ্য। পিপীলিকার মত মানুষ ঠায় দাঁড়িয়ে আকাশের দিকে দু'হাত তুলে। হে, ঈশ্বর আম্মাকে সুস্থ করে দাও। জয়ললিতা দাঁড়িয়ে জীবনের এমন এক পরিধিতে, যেখানে এক সেকন্ডে মৃত্যু আর এক সেকেন্ডেই জীবন জিতে নেওয়া। হার্ট অ্যাটাক! এই খবরেই তো গোটা দেশ উদ্বেলিত। দিন যত গড়িয়ে যাচ্ছে, সূর্য যেন অস্তমিত। খারাপ খবর! কু ডাকছে মন। টুইটার ভাসছে RIP #jayalalithaa #Amma। 

 

 

 

fallbacks

 

 

fallbacks

Read More